পূর্ব বর্ধমান জেলার জামালপুরে একের পর এক সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। ইতিপূর্বেই ব্লকে তিনটি সমবায় নির্বাচন হয়ে গেছে। মাঠনসিপুর সমবায় সমিতি, জোতশ্রীরাম সমবায় সমিতি ও নন্দনপুর সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। সোমবার হৈবোতপুর সমবায় সমিতিতে নির্বাচন ছিল। মোট ৪৩ টি আসন আছে উক্ত সমবায় সমিতিতে। সোমবার মনোনয়ন তোলা ও জমা দেবার তারিখ ছিল বেলা তিনটে পর্যন্ত।
জানা যায়,তিনটের পর দেখা যায় তৃণমূল ছাড়া আর অন্য কোনো দল মনোয়ন জমা করেন নি। সোমবার কর্মীদের নিয়ে মনোনয়ন জমা দেন অঞ্চল সভাপতি সাহাবুদ্দিন শেখ ও শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল। তিনটের পর সেখানে উপস্থিত হন ব্লক সভাপতি মেহেমুদ খান, বিধায়ক অলক কুমার মাঝি ও কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক। বিজয়ী প্রার্থীদের গলায় মালা পরিয়ে দেন তারা। মেহেমুদ খান বলেন, বিজেপি সিপিএম নানা ভাবে কৌশল করলেও বাস্তবে তাদের পায়ের তলায় যে মাটি নাই সেটা এই সমবায় নির্বাচন গুলোতে দেখতে পাওয়া যাচ্ছে। রাজ্যের তথা এই ব্লকের মানুষও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নেই আস্থা রাখছেন।