বাংলার নিজের খবর,বাঙালির খবর

১১ দফা দাবি নিয়ে কাবিলপুর পঞ্চায়েত প্রধানকে ডেপুটেশন তৃণমূলের

সোমবার সাগরদিঘী ব্লকের কাবিলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির নেতৃত্বে কাবিলপুর গ্রাম পঞ্চায়েতের বাম- কংগ্রেস জোট প্রধানের সমস্ত ক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে ১১ দফা দাবি নিয়ে একটি শান্তিপূর্ণ ডেপুটেশনের আয়োজন সাগরদিঘীর কাবিলপুর পঞ্চায়েতের পাশে, এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন সাগরদিঘী তৃণমূল কংগ্রেসের ব্লক সহ সভাপতি কিসমত আলী, সাগরদিঘীর প্রাক্তন প্রধান অরূপ মন্ডল, সুগার আলী, আসাদুল হক সহ তৃণমূলের একগুচ্ছ নেতৃত্ব ও কাবিলপুর গ্রামবাসীরা। দুপুর ২টার সময় কাবিলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ১১ দফা দাবি নিয়ে কাবিলপুর পঞ্চায়েত প্রধান রোজিনা বেগমের হাতে ডেপুটেশন জমা দেন। ডেপুটেশনে অংশগ্রহণকারীরা বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন এবং দাবি জানান যে, সরকারি প্রকল্পের সুবিধা সঠিকভাবে পৌঁছানো উচিত। তারা বলেন, গ্রামে উন্নয়নমূলক কাজের জন্য সঠিক তদারকি এবং স্বচ্ছতার প্রয়োজন।
তাদের এই দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তারা আহ্বান জানান। পঞ্চায়েত প্রধান রেজিনা বেগম জানান যে সমস্ত কাজে দুর্নীতির অভিযোগ উঠছে সে বিষয় গুলো আমি দেখছি আগামী সপ্তাহখানেকের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই ডেপুটেশনের মাধ্যমে কাবিলপুর গ্রামের মানুষদের মধ্যে একতা ও সোচ্চার থাকার বার্তা তুলে ধরা হয়।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News