বাঁকুড়া সতীঘাট সংলগ্ন ওভারব্রিজের সামনে বাঁকুড়া সদর ট্রাফিকের পক্ষ থেকে চলছে বিভিন্ন গ্যাস চালিত গাড়িগুলির তল্লাশি। দুর্গা পূজার আগে দুর্ঘটনা এড়াতে এমনই উদ্যোগ নিয়েছে বাঁকুড়া সদর ট্রাফিক পুলিশ কর্তারা। পেট্রল ও ডিজেলের মূল্য বৃদ্ধিতে জেরবার হয়ে বহু গ্রাহকরা। ফলে গ্রাহক CNG অথবা ইলেকট্রিক গাড়ির দিকে বেশি ঝুঁকছেন। তবে, ইলেকট্রিক গাড়ির দাম এখনও কিছুটা মধ্যবিত্তের সাধ্যের বাইরে হলেও, সাধ্যের মধ্যেই রয়েছে CNG গাড়ির দাম।
তবে, CNG গাড়ি থাকলে আপনাকে মেনে চলতে হবে বেশ কয়েকটি নিয়ম। বিভিন্ন জায়গায় দেখা দেখা যায় একটু অসচেতনার অভাবে বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হন এই গাড়িগুলি। তাই সাধারণ মানুষ এবং গাড়ি গ্রাহকদের সচেতন করতে এবার পথে নেমেছে বাঁকুড়া সদর ট্রাফিক পুলিশ কর্মীরা। বৃহস্পতিবার এমনই চিত্র ধরা পরল আমাদের ক্যামেরায়। সন্দেহ জনিত গাড়ি একদিকে যেমন চেকিং করা হলো ঠিক অপরদিকে গ্যাস গাড়িগুলির সমস্ত কাগজপত্র এবং কত পরিমাণে গ্যাস মজুদ রয়েছে সেই খতিয়ান খতিয়ে দেখলেন বাঁকুড়া সদর থানার পুলিশ কর্তারা।