যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের হাত দিয়ে বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীন দুর্গা উৎসবের ভাবনা যুদ্ধ নয় শান্তি চাই। তার উদ্বোধন হলো। উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দেবীকে আরাধনা করলেন। পূজা কমিটির সভাপতি নিশিথ চক্রবর্তী বলেন প্রতি বছরের ন্যায় এ বছরও মাতৃরূপে আমরা
দেবীর কাছে একটাই প্রার্থনা যুদ্ধ নয় শান্তি চাই সমস্ত জায়গায় শান্তির বার্তা দিতে তার কারুকার্য যুদ্ধ হিসেবে তুলে ধরা হয়েছে। মন্ডপ দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে গেট। সাংসদ সায়নী ঘোষ ও বিধায়ক এবং পৌর মাতার উপস্থিতিতে আজ মণ্ডপ উদ্বোধন করা হয় ।