পুজোর দিনগুলিতে সরকারি হাসপাতালে রোগী পরিষেবা যাতে বিঘ্নিত না হয় সেজন্য বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো শনিবার। দুর্গোৎসবের দিনগুলোতে হাসপাতালের অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসা করাতে গিয়ে রোগীরা যাতে কোনও অসুবিধায় না পড়েন সেই বিষয়টি নিশ্চিত করতে এই বৈঠক করা হয় বলেই জানা গিয়েছে।
বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে আয়োজিত এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস, বালুরঘাট সদর হাসপাতালের ডেপুটি সুপার অরিন্দম রায়, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ আরো অনেকে। এদিনের বৈঠক থেকে হাসপাতালের চিকিৎসক, নার্সরা তাঁদের দাবি-দাওয়া উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন।
এ বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস জানান, ‘বেশ কয়েকটি বিষয় নিয়ে আজ আমাদের আলোচনা হয়েছে। উৎসবে দিনগুলোতেও যাতে হাসপাতালের পরিষেবা ও নিরাপত্তা বিষয়টি সঠিকভাবে মেনে চলা হয় সেই বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। মানুষকে যাতে আমরা ঠিকঠাক ভাবে পরিবেশ দিতে পারি এটাই আমাদের প্রধান লক্ষ্য। পুজোতে যাতে চিকিৎসা পরিষেবায় কোন রকম বিঘ্নিত না হয়, সেটা নিয়ে এক প্রস্থ আলোচনা হয়েছে।’