বাংলার নিজের খবর,বাঙালির খবর

গরিবদের মুখে হাসি ফোটাচ্ছে মমতা সরকার – সোমবার থেকেই রাজ্যজুড়ে শুরু মুখ্যমন্ত্রীর আবাস যোজনা প্রকল্পের সমীক্ষার কাজ ।

বাংলার প্রতি মোদী সরকারের ক্রমাগত তাচ্ছিল্য ও বঞ্চনামূলক আচরণ অব্যাহত রয়েছে এখনও। এমতাবস্থায় মুশকিল আসান সেই মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের মাথার উপর ছাদ দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। পুজোর ছুটির পর সোমবার থেকে সারা রাজ্যে শুরু হতে চলেছে মুখ্যমন্ত্রীর নয়া জনমুখী প্রকল্প বাংলা আবাস যোজনার সমীক্ষার কাজ।

 

অনেক অপেক্ষার পর এবার তাই রাজ্যের এই নয়া প্রকল্পে বাড়ি পাওয়ার আশায় বুক বাঁধছে ঝাড়গ্রামের বেলপাহাড়ি কাঁকড়াঝোড়ের বহু গরিব পরিবারগুলি। কেন্দ্রের বিজেপি সরকার এই রাজ্যে কেন্দ্রীয় আবাস যোজনা ও ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়ায় গরিব, খেটে খাওয়া মানুষ প্রবল সমস্যায় পড়েন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রকে একাধিকবার চিঠি দিলেও তারা কর্ণপাত করেনি। কেন্দ্রীয় আবাস যোজনার বাড়ি থেকে আজও বঞ্চিত জেলার বহু মানুষ।

 

জানা গিয়েছে, গোটা রাজ্যের পাশাপাশি ঝাড়গ্রামেও ২১ অক্টোবর থেকে ১০ দিনের প্রাথমিক পর্যায়ের সমীক্ষার কাজ শুরু হচ্ছে। তিনটি সমীক্ষার পর জেলা প্রশাসনের হাতে পৌঁছবে তার রিপোর্ট। এর পরেই তৈরি হবে বাংলা আবাস যোজনায় প্রাপকদের নামের তালিকা। রাজ্য সরকার এই প্রকল্পে ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেবে উপভোক্তাদের।

 

ঝাড়গ্রামের অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) লক্ষ্মণ পেরুমল আরের কথায়, ২১ অক্টোবর থেকে দশদিন প্রাথমিক পর্যায়ের সমীক্ষা চলবে। ব্লকের যেখানে যেখানে জনসংখ্যা বেশি সেখানে তিনটি করে সমীক্ষক দল কাজ করবে। তাঁদের রিপোর্ট উচ্চপর্যায়ের আধিকারিকেরা ক্রস চেক করার পর তা জেলাস্তরে পাঠাবেন বিডিও। পরবর্তী পর্যায়ে জেলায় কতগুলো বাড়ি তৈরি হবে তার নির্দেশ আসবে জেলা প্রশাসনের কাছে।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News