তৃণমূলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল একাধিক বিজেপির সক্রিয় কর্মীরা। এই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায়। সোমবার শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চন্দ্রকোনা টাউন হলে বিজয়া সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মানসরঞ্জন ভুইয়া, উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক লোকসভা জেলা তৃণমূলের চেয়ারম্যান রাধাকান্ত মাইতি , চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া সহ অন্যান্য তৃনমূল কংগ্রেসের কর্মীরা।
সেই অনুষ্ঠানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন চন্দ্রকোনা পৌরসভার ১২ টি ওয়ার্ডের ২৪ জন সক্রিয় বিজেপি কর্মীরা। যদিও এই বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক সুদীপ কুসারী বলেন, তৃণমূল কর্মীদেরকে বিজেপি সাজিয়ে পতকা ধরাচ্ছে, বিজেপির কোনো কর্মী বা সদস্য তৃণমূলে যোগদান করেননি। বরং আমি দাবি করছি তৃণমূলের একাংশ আমার সঙ্গে যোগাযোগ রাখছে বিজেপিতে যোগদান করবে বলে। এই যোগদান পর্ব নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর।