হাওড়ার পাঁচলা থেকে উদ্ধার হলো ‘বিরল’ প্রজাতির একটি ঝুঁটিবিহীন সজারু। ওই হিমালয়ান ঝুঁটিবিহীন সজারুটিকে উদ্ধার করে তার আবাসস্থলে পুনর্বাসন দেওয়া হয়েছে বলে জানা গেছে। রবিবার হাওড়ার পাঁচলা থানার গঙ্গাধরপুর পানিহিজলি গ্রামের দাসপাড়ায় কোনও কিছুর তাড়া খেয়ে সজারুটি একটি গৃহস্থের বাড়িতে ঢুকে পড়েছিল।
বিষয়টি স্থানীয় কয়েকজন যুবকের নজরে আসতেই তারা এই সজারুটিকে খাঁচায় বন্দি করে। এরপর বন্যপ্রাণ সংরক্ষণকারী টিমের কর্ণধার শুভজিৎ মাইতি ঘটনাস্থলে গিয়ে সজারুটিকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া সজারুটিকে তার আশ্রয়স্থলে পুনর্বাসন দেওয়া হয়। সজারু দেখতে ভিড় করেন বহু মানুষ।