মুর্শিদাবাদের রানিতলা পুলিশের বিশেষ অভিযানে, হাতেনাতে ধরা পড়লো ৪১ জন বাংলাদেশী।
গোপন সূত্রে খবর পেয়ে ৪১ জন বাংলাদেশিকে গ্রেফতার করলো রানিতলা থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা যায় ধৃত ওই ৪১ জুনের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার বিভিন্ন এলাকায়। পুলিশ সূত্রে খবর তারা বিভিন্ন সময় অবৈধভাবে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন থানার অন্তর্গত সীমান্ত দিয়ে তারা মুর্শিদাবাদের প্রবেশ করেছে ।
তারমধ্যে ভগবানগোলা থানার অন্তর্গত কানাপাড়া এবং চর লবনগোলা , রানিনগর থানার কাতলামারী , লালগোলা থানার বিরামপুর সীমান্ত দিয়ে তারা মুর্শিদাবাদে প্রবেশ করেছে। আরো জানা যায় বিগত দুই বছর ধরেই তারা ভগবানগোলা থানার বাসিন্দা , শামীম এবং কয়েস শেখ ও মুর্শিদাবাদ থানার বাসিন্দা হালিম শেখের কাছে কাজের জন্য তারা অবৈধভাবে মুর্শিদাবাদে প্রবেশ করছে ।
বৃষ্টির জন্য তারা তাদের পারিশ্রমিক ঠিক ভাবে না পাওয়ায় তারা তাদের দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সোমবার । আর সেই সময়ই সূত্র মারফত খবর পেয়ে রানিতলা থানার অন্তর্গত পার সাহেবনগর মাঠে অভিযান চালিয়ে ৪১ জন বাংলাদেশিকে অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশের অভিযোগে গ্রেফতার করে রানিতলা থানার পুলিশ।