রবিবার বালি কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে ১৪ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রাক্তন সভাপতি বাবাই লোধের নেতৃত্বে প্রায় ১০০ জন কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী ডাঃ শশী পাঁজা। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়, হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাশ মিশ্র, বালি কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ অন্যান্যরা। মন্ত্রী ডাঃ শশী পাঁজা এদিন বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে চলা উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই এরা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।