বাংলার নিজের খবর,বাঙালির খবর

উত্তরের বারাসতকে টেক্কা দিতে কোনো অংশে পিছিয়ে নেই দক্ষিণ বারাসত

কালীপুজো মানেই শহর গন্তব্য উত্তর ২৪ পরগনার বারাসত। কারণ, বারাসতের কালীপুজোর জগৎজোরা নাম। থিমের অভিনবত্ব, ঝলমলে আলোকসজ্জায় যেন এক অন্য মাত্রা পায় বারাসত শহর। কিন্তু এই উত্তরের বারাসতকে টেক্কা দিতে কোনও অংশে পিছিয়ে নেই দক্ষিণ বারাসত। দক্ষিণ বারাসত এলাকার বেশ কয়েকটি পুজো থিমের ছোঁয়াতে ফুটিয়ে তোলা হয় প্রতি বছর। তার মধ্যে অন্যতম দক্ষিণ বারাসতের জোরাপুল যুব গোষ্ঠীর শ্যামা পূজা। তাদের এবছর হীরক জয়ন্তী বর্ষ ভাবনা অরণ্য কন্যা। বিগত বেশ কয়েকবছর ধরেই এই পুজো এই এলাকার মধ্যে বিশেষ জায়গা করে নিয়েছে।

 

আর তারমধ্যে অন্যতম জোরাপুল যুব গোষ্ঠী। এবার তাই মানুষকে আনন্দ দিতে নিজেদের মণ্ডপে অরন্য কন্য ফুটিয়ে তুলেছে । মন্ডপ শয্যায় সুদূর নবদ্বীপ থেকে আগত। মন্ডপ জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের হাতি পালকি গাছ এবং তার মধ্যে রয়েছে এই অরণ্যকন্যা সেটাকে দর্শকদের মধ্যে তুলে ধরা হচ্ছে। মন্ডপের মানানসই করে থাকছে প্রতিমা। হাতে থাকছে চন্দননগরের বিশেষ আলোকসজ্জা। টানার কয়েক মাস ধরেই চলছে এই চূড়ান্ত প্রস্তুতি। এপসঙ্গে ক্লাবের এক সদস্য বলেন প্রতি বছর কিছু না কিছু চমক থাকে আমাদের পুজোতে প্রচুর মানুষ ভিড় করে আমাদের এই মণ্ডপ ও প্রতিমা দেখার জন্য। আমরা আশা করছি গত বছরের তুলনায় এ বছর দর্শনার্থীদের মন কাড়বে আমাদের এই মণ্ডপ।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News