দ্বিপাবলীর মাঝে বেধড়ক মারধোর করে খুনের অভিযোগ।টাকা আদায়কে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত। জানা গিয়েছে শিলিগুড়ি পুরনিগমের ৩৫ নাম্বার ওয়ার্ডের এনজেপি রাজাহলি এলাকায় ঘটনাটি ঘটেছে।মৃতের নাম মহম্মদ জহরি (৫২)। জানা গিয়েছে দ্বিপাবলির দ্বিতীয় দিন শুক্রবার শিলিগুড়ি রাজাহলি এলাকায় দুই গোষ্ঠী মাঝেই ঝামেলার সূত্রপাত। দুই গোষ্ঠিতে তুমুল সংঘর্ষ বেঁধে যায়।
মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ এলাকা দাদাগিরি দাপট চালিয়ে জোড় জুলুম চালায় আলাউদ্দিন ও তার সঙ্গী সালাউদ্দিন, সিকান্দার। এদিন তারা তিনজন বাড়িতে এসে মৃত মহম্মদ জহরি-র কাছে টাকার দাবি করতে লাগে। দেওয়ালি জন্য মোটা টাকা দাবি করতে লাগে। মৃতের ছেলের অভিযোগ তার বাবা মহম্মদ জহরি সে সময় বাড়ির বাইরে বসে ছিলেন। তারা এসে দেওয়ালি উপলক্ষে টাকা দাবি করতে লাগে।
সে টাকা দিতে নারাজ হওয়ায় তার ওপর চড়াও হয় অভিযুক্তরা। মধ্য বয়স্ক ওই ব্যক্তিকে ঘুষি, লাথি মেরে মাটিতে ফেলে বেধড়ক মারধোর করা হয়। তার ওপর ধারালো অস্ত্র দিয়েও মারধোর করে। ঘটনার পর ওই ব্যক্তিকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতাল নিয়ে আসে পরিবারের সদস্যরা সেখানে তাকে মৃত বলে জানিয়ে দেয় চিকিৎসকেরা। এরপরই এলাকায় ব্যাপক অশান্তি ছড়ায়। পরিবারের তরফে এনজেপি থানায় খুনের মামলা দায়ের করা হবে বলে জানায় পরিবার। আলাউদ্দিন, সালাউদ্দিন সিকান্দারের নেতৃত্বে ১০-১২ জন এসে তার বাবাকে চাপ দিতে লাগে।
এদিকে ওই ওয়ার্ড-এর ওয়ার্ড কমিটির সদস্য তথা কাউন্সিলরের স্বামী জয়দ্বীপ নন্দী বলেন- এলাকায় একটি ঝামেলার খবর মেলে।এরপরই খোঁজ নিয়ে জানতে পারি বেশ কয়েকজন আহত হয়েছে। পরে হাসপাতাল থেকে জানাতে পারি একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ জুয়ার আসর ও টাকার লেনদেনকে কেন্দ্র করে অশান্তি। দুই গোষ্ঠীর মধ্যে বোর্ড দখলের লড়াই চলে। হাতাহাতি ধারালো অস্ত্র নিয়ে এলাকা রনক্ষেত্রের রূপ নেয়। ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় র্যাফ ও বিশাল পুলিশ বাহিনী। এ বিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি ইস্ট রাকেশ সিং বলেন-ওই ঘটনাস্থলে আইন-শৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় তার সামালে পুলিশবাহিনী মোতায়ন করা হয়েছে। খবর লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।