পাচারের আগেই উদ্ধার নিষিদ্ধ কাফ সিরাপ। গোপন সূত্রে খবর পেয়ে নিষিদ্ধ কাফ সিরাপ গুলি উদ্ধার করে পুলিশ। ঘটনায় কেউ আটক না হলেও, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের অন্তর্গত লালপুর এলাকার ঘটনা।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে হিলি থানার পুলিশ লালপুর গ্রামে হানা দেয়। সেখানে সুমন মহন্ত নামে এক ব্যক্তির বাড়ি থেকে প্রায় ১২১ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। যদিও সুমন মোহন্ত কে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে প্রায় বারোটা পর্যন্ত তল্লাশি চালানোর পর গোপন জায়গায় লুকিয়ে রাখা ফেনসিডিল গুলি তাঁর বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।
মূলত বাংলাদেশ পাচারের উদ্দেশ্যই ফেনসিডিল গুলো মজুদ রাখা হয়েছিল বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। এবিষয়ে প্রতিবেশীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিন বন্ধু মিলে এই অবৈধ ফেনসিডিল কারবারে যুক্ত ছিলেন। অন্যদিকে, পুরো বিষয়টির খতিয়ে দেখা হচ্ছে হিলি থানার পুলিশের তরফে।