ঘরের মধ্যে বাজি পোড়ানোর সময় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল তিন শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় উলুবেড়িয়া পুরসভার ২৭ নং ওয়ার্ডের গঙ্গারামপুরে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত শিশুরা হল তানিয়া মিস্ত্রী (১১), ইশান ধারা (৩) এবং মমতাজ খাতুন (৫)। মণীশা খাতুন (১৯) নামে অগ্নিদগ্ধ একজন আশঙ্কাজনক অবস্থায় একটি নামী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। উলুবেড়িয়া থানার পুলিশ তিনটি মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ গঙ্গারামপুরে রাজা মিস্ত্রীর বাড়ির একটি ঘরে তিনটি শিশু বাজি পোড়াচ্ছিল।
আচমকাই বাজি থেকে আগুনের ফুলকি ঘরের মধ্যে রাখা কাপড়ে আগুন লেগে যায়। চোখের নিমিষে আগুনের লেলিহান শিখা গোটা ঘরকে গ্রাস করে নেয়। তিন শিশু ঘরের মধ্যে আটকে পড়ে। ঘরের মধ্যে আটকে তিন শিশুর মৃত্যু হয়। এদিকে বাড়ি থেকে আগুনের শিখা বের হতে দেখায় ছুটে আসে আশেপাশের লোকজন। খবর দেওয়া হয় দমকলকে। আসে উলুবেড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় রেফ। পরে দমকল বাড়ির আগুন নেভানোর পাশাপাশি ঘর থেকে তিন শিশুর মৃতদেহ সহ ৬ জনকে উদ্ধার করে। এদিকে এই ঘটনার পর ঘটনাস্থলে আসেন রাজ্যের মন্ত্রী পুলক রায়, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস অন্যানরা। মন্ত্রী পুলক রায় বলেন খুব মর্মান্তিক ঘটনা।
আমরা পরিবারের পাশে আছি। আরো একজন অগ্নিদগ্ধের ভালো চিকিৎসার জন্য আমরা কলকাতায় পাঠাচ্ছি। অন্যদিকে গ্রামীণ জেলা পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া জানান প্রাথমিক তদন্ত জানা গেছে বাজি থেকে আগুন লেগে এই বিপত্তি। ঘরের ভেতর থেকে কিছু বোতল পাওয়া প্রসঙ্গে তুমি জানান বিষয়টির তদন্ত হবে। ফরেন্সিক টিমকে খবর দেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার।