কলকাতার পাঁচটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষামূলকভাবে চালু সেন্ট্রাল রেফারেল সিস্টেম। আপাতত পাইলট প্রোজেক্ট হিসেবেই পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু রাজ্যে। তবে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, একসঙ্গে সব হাসপাতালেই এখনই ইলেকট্রনিক্স ডিসপ্লে বোর্ড বসানো হবে না। সাধারণ মানুষের জন্য এই খবর দারুণ আনন্দের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসার জন্য ফি দিন কলকাতা শহরে ছুটে যান কাতারে কাতারে মানুষ। শহর কলকাতার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে জেলার রোগীদেরই উপচে পড়া ভিড়। কোন হাসপাতালে কত বেড খালি রয়েছে এতদিন পর্যন্ত সে ব্যাপারে আগে-ভাগে জানার উপায় ছিল না। হাসপাতালে পৌঁছে এই ব্যাপারে খোঁজখবর করলে তথ্য মিলতো।
তবে এবার পরিস্থিতির বদল ঘটতে পারে। পরীক্ষামূলকভাবে কলকাতার পাঁচটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চালু সেন্ট্রাল রেফারেল সিস্টেম। জানা গিয়েছে, মেডিকেল কলেজ হাসপাতালগুলির জরুরি বিভাগের পাশেই একটি বোর্ড ঝোলানো হবে। সেই বোর্ডে লেখা থাকবে কোন হাসপাতালে কত বেড খালি আছে।
তবে এখনই রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালে এই পদ্ধতি চালুর কথা ভাবা হচ্ছে না। শুধুমাত্র শহর কলকাতার পাঁচটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাইলট প্রজেক্ট হিসেবে পরীক্ষামূলকভাবে চালু রেফারেল সিস্টেম। জানা গিয়েছে, ষষ্ঠদশ অর্থ কমিশনে স্বাস্থ্য খাতে আর্থিক অনুদান পেতে ইতিমধ্যেই তৎপরতা শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই ব্যাপারে পরিকাঠামগত বাজেট প্রস্তাব তৈরির তৎপরতা নবান্নের। কেন্দ্রীয় সরকারের পরামর্শ মেনে একেবারে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে জেলা হাসপাতালগুলির পরিকাঠামোগত আমূল বদলের কথা ভাবা হচ্ছে।