প্রতিবছরের মতো এবারও ছট পূজা অনুষ্ঠিত হবে মাথাভাঙ্গাতে।আর সেই উপলক্ষে ছট পূজার ঘাট পরিদর্শন করা হলো মাথাভাঙ্গা মহকুমা প্রশাসনের পক্ষ থেকে।
এদিন ঘাট পরিদর্শনে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা মহকুমা শাসক নভনীত মিত্তাল, মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার ,মাথাভাঙ্গা পুরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামানিক,মাথাভাঙ্গা থানার আইসি হেমন্ত শর্মা সহ আরও অন্যান্যরা। ছট পূজা উপলক্ষে ঘাট গুলিতে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে তারা এদিন ঘাট গুলি পরিদর্শন করেন।
মহকুমা শাসক নভনিত মিত্তাল জানান,যাতে শৃঙ্খলা বদ্ধভাবে ছট পূজা অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে তারা এদিন ঘাট পরিদর্শন করেন এবং যাতে নদী দূষণ না হয় সেই লক্ষ্যেও তারা পুরসভাকে নির্দেশ দেন।
ছট পূজা কমিটির পক্ষ থেকে বলা হয়েছে প্রতিবছরের মতন এ বছর তারা তিনটি ঘাটে প্রায় এক হাজার পরিবার ছট পূজায় সামিল হবেন এবং মাথাভাঙ্গা সহ বিভিন্ন এলাকায় তারা ছট পূজার প্রসাদ হিসেবে ঠেকুয়া বিতরণ করবেন।