শুরু হয়েছে আবাস যোজনার তালিকায় নাম থাকা উপভোক্তাদের বাড়িতে গিয়ে সার্ভের কাজ। সার্ভের কাজ করছেন সরকারি কর্মচারীরা। হরিহরপাড়া ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় তালিকা নিয়ে উপভোক্তাদের বাড়িতে হাজির হচ্ছেন সরকারি কর্মচারীরা। শনিবার দুপুরে হরিহরপাড়া ব্লকের খিদিরপুর গ্রাম পঞ্চায়েতের,খিদিরপুর কলোনি জামবাগান পাড়া এলাকায় আবাস যোজনার তালিকা নিয়ে বাড়িতে বাড়িতে যান সরকারি কর্মচারীরা। এদিন সার্ভে করতে গিয়ে উপভোক্তাদের বিক্ষোভের মুখে পড়েন তারা।
সার্ভে বন্ধ করে চলে যান সরকারি কর্মচারীরা। পরে ঘটনাস্থলে হাজির হন হরিহরপাড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক সেরিং জাম ভুটিয়া, তিনি উপভোক্তাদের আশ্বাস দেন। উপভোক্তা গৌর বিশ্বাস বলেন,যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তাদের তালিকায় নাম নেই,যাদের পাকা দোতলা বাড়ি তাদের নাম রয়েছে আবাস যোজনা তালিকায়। এর আগে সার্ভে করতে এসে তালিকায় নাম ছিল গৌর বিশ্বাসের।
এখন তালিকা থেকে নাম কেটে দিয়েছে বলে অভিযোগ তার। ওই গ্রামের বাসিন্দা বিকাশ বালার অভিযোগ, একাধিকবার জনপ্রতিনিধিরা ঘরের জন্য নথিপত্র জমা নিয়েছে, কিন্তু ঘর কোথায়, স্ত্রী-সন্তানদের নিয়ে চালা বাড়িতে দিন কাটাচ্ছেন বিকাশ বালা, তিনি বলেন,যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য শুধুমাত্র তাদেরকেই ঘর দেওয়া হোক। হরিহরপাড়ার প্রাক্তন বাম বিধায়ক ইনসার আলী বিশ্বাস বলেন, আবাস যোজনার তালিকা বে-নিয়ম,ও অন্যান্য অভিযোগ নিয়ে বিডিওকে ডেপুটেশন দিয়েছি। আমরা চাই যাদের পাকা দোতলা বাড়ি আছে,তাদের আবাস যোজনা তালিকা থেকে নাম কেটে,যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তাদের নাম নথিভুক্ত করা হোক।