বিশিষ্ট পরিবেশ কর্মী সুভাষ দত্তের উদ্যোগে এবার ‘বোনফোঁটা’র আয়োজন হাওড়ায়। ‘তিলোত্তমা’কে স্মরণ করেই অভিনব এই কর্মসূচি। ‘তিলোত্তমা’র সংগ্রাম এবং লড়াইকে স্মরণ করে শনিবার সকালে হাওড়ায় অনুষ্ঠিত হয় ওই ‘বোনফোঁটা’। ভ্রাতৃদ্বিতীয়ার আগের দিন শনিবার প্রতিপদে ওই অভিনব কর্মসূচি নেন সুভাষ দত্ত। এদিন হাওড়ার তেলকল ঘাটে ওই ‘বোনফোঁটা’র আয়োজন করেছিল ‘রিজুবিনেটরস ফর এনভারমেন্ট নেচার এন্ড ইউনাইটেড সোসাইটি’ নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা।
সংস্থার প্রধান সুভাষ দত্ত বলেন, এদিন আমরা দুটো বার্তা দিতে চাইছি। ‘তিলোত্তমা’র এখন প্রাণ নেই। কিন্তু তাঁর যে লড়াই তাকে স্মরণ করে এবং তা বাস্তবে প্রয়োগ করার জন্যই এই ‘বোনফোঁটা’। ‘তিলোত্তমা’র কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে রইলো কাঁটা। এটা আমাদের থিম। ‘তিলোত্তমা’র মা এবং প্রকৃতি মা এই দুই মাকে আজকে আমরা স্মরণ করলাম। সামাজিক এবং ধর্মীয়ভাবে ভাইফোঁটা চালু আছে। কিন্তু ‘তিলোত্তমা’র লড়াইকে স্মরণীয় করে তুলতে আমরা এবার থেকে এই ‘বোনফোঁটা’র আয়োজন করলাম।
এর মাধ্যমে একটিই বার্তা তিলোত্তমার লড়াইকে স্মরণীয় করে রাখা। এখন থেকে প্রতি বছর বোনেদের মঙ্গল কামনায় এই ‘বোনফোঁটা’ চলবে। এদিন ‘তিলোত্তমা’র প্রতীকী ছবিতে নিজে হাতে ফোঁটা দেন সুভাষ দত্ত। ফোঁটা দেওয়ার সময় উপস্থিত সকলে বলেন, ‘তিলোত্তমা অমর রহে’। এদিন এই অভিনব ‘বোনফোঁটা’র পাশাপাশি ওই সংগঠনের মহিলা সদস্যরা গাছে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করেন। মহিলারা প্রদীপ জ্বালিয়ে এবং উলুধ্বনি দিয়ে গাছকে বরণ করে নেন।