বহুদিন বসিরহাট উত্তর বিধান সভা কেন্দ্রের বিধায়ক রফিকুল ইসলামের সন্ধান পাচ্ছেন না এলাকার মানুষ – এমন অভিযোগ উঠেছে বেশ কিছুদিন ধরে। শনিবার সকালেই হাসনাবাদের মুরারিসাহ চৌমাথা এলাকায় বিধায়ক রফিকুল ইসলামের একটি ছবি দিয়ে ‘সন্ধান চাই’ পোস্টার দেখতে পান এলাকার স্থানীয় বাসিন্দারা।
যদিও এটা একটা বড়ো অভিযোগ যে ওই বিধায়ককে এলাকায় দেখতে পাওয়া যায় না। এর আগে বিধানসভায় লাল জামা পড়ে দেখতে পাওয়া যেত। এখন মাঝেমধ্যে সবুজ জামা পড়ে দেখতে পাওয়া যায়। কিন্তু এলাকায় মোটেই তাকে দেখতে পাওয়া যায় না। এমন কি তার দুটো বিয়ে পর্যন্ত লেখা রয়েছে সেই পোস্টারে। সাতসকালে এই পোস্টর নিয়ে যথেষ্ট জল্পনা তৈরি হয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি ভোটে জেতার পর থেকে এলাকায় প্রায় সেই ভাবে দেখাই যায় না বিধায়ক রফিকুল ইসলামকে। এমনকি বেশকিছু রাস্তার প্রতিশ্রুতি দিলেও আজও পর্যন্ত সেই সব রাস্তা তৈরি হয়নি। যদিও এটাকে বিরোধীদের ষড়যন্ত্র বলে বর্ণনা করেছেন ওই বিধায়কের লোকজনেরা।