বাংলার নিজের খবর,বাঙালির খবর

ভাই নেই তাই বোন ফোটা দিল দিদি

আজ ভাইফোঁটা,তবে ভাইফোঁটা নাম টা সকলেরই শোনা থাকলেও বোন ফোঁটা নামটা যেন সকলেরই অজানা। ভাইফোঁটা যদি হয় বোন ফোঁটা কেনো নয় ?ভাই না থাকায় তাই ৭ বছর ধরে বোনকেই ফোঁটা দিয়ে আসছে দিদি।তৈরী করেছেন বোন ফোঁটার মন্ত্রও “বোন দিচ্ছে বোনকে ফোঁটা,যম দুয়ারে পড়লো কাটা।

 

দিদির হাতের আশির্বাদে,বোনের সব বিপদ কাটে ।বোন চাইছে দিদির ভালো,বোনে বোনে জগৎ আলো।
দিদি বোনের ভালোবাসা,দিদির গর্ব বোনের আশা। বাঁধনটি বেশ অটুট থাকুক,নতুন আলোয় ভরসা জাগুক।” এই মন্ত্রেই মাথাভাঙ্গা ৬ নং ওয়ার্ডের ঐশ্বর্য অধিকারী বোন ফোঁটা দিলেন তার বোন আরাত্রিকাকে।
ভাই না থাকায় ঠিক এভাবেই প্রতিবছর ঐশ্বর্য ভাই ফোঁটার পরিবর্তে বোন ফোঁটা দিয়ে আসছে বোন আরাত্রিকা অধিকারীকে।ফোঁটা দেওয়ার পাশাপাশি চলে উপহার বিনিময়ও।

 

বোনকে ফোঁটা দিয়ে খুশি ঐশ্বর্য অধিকারীও। ঐশ্বর্য অধিকারীর মা শেফালী অধিকারী জানান বাড়িতে কোনো ছেলে নেই, তাই ভাই ফোঁটা দিতে না পারায় মেয়ের মন খারাপ হতো।যখন ওর বোন হলো তখন থেকে বোনকে ফোঁটা দেওয়ার কথা বলি,তারপর থেকেই এই রেওয়াজ চলে আসছে পরিবারে।এর ফলে দুজনই খুশি।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News