আরও একবার বেআব্রু হয়ে উঠল বিজেপিশাসিত উত্তরপ্রদেশের জঙ্গলরাজ। যোগীরাজ্যে ফের হিংসার কোপ নেমে এল সাংবাদিকদের উপর। চালানো হল অকথ্য অত্যাচার। সে রাজ্যের হামিরপুরের সরিলা নগর পঞ্চায়েতের বিজেপি সভাপতির দুর্নীতি ফাঁস করেছিলেন দুই সাংবাদিক। এটাই ছিল তাঁদের ‘অপরাধ’! এর জেরেই তাঁদের নগ্ন করে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল শাসকদলের নেতা ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। পাশাপাশি, তাঁদের মাথায় বন্দুক ঠেকিয়ে বাধ্য করা হল প্রস্রাব পান করতে! রবিবার এ নিয়ে সরব হয়েছেন সপা সুপ্রিমো অখিলেশ যাদব। তাঁর বক্তব্য, সংবাদমাধ্যমের মনোবল ভেঙে দিতে এটিও একপ্রকার এনকাউন্টার। সম্প্রতি হামিরপুরের সরিলা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান তথা বিজেপির সভাপতি পবন অনুরাগীর দুর্নীতি ফাঁস করে দেয় অমিত দ্বিবেদী ও শৈলেন্দ্র মিশ্র নামে দুই সাংবাদিক। আর তাতেই বেজায় খাপ্পা হন সেই বিজেপি নেতা।
অভিযোগ উঠেছে, দলবল নিয়ে দুই সাংবাদিককে পাকড়াও করেন তিনি। তারপর প্রায় ঘণ্টা তিনেক ধরে তাঁদের উপর অত্যাচার চালানো হয়। প্রথমে নগ্ন করে পেটানো হয়। পরে মাথায় বন্দুক ঠেকিয়ে জোর করে তাঁদের প্রস্রাব খাওয়ানো হয়। পাশাপাশি হুমকি দেওয়া হয়, তাঁরা পুলিশের কাছে গেলে পুরো ঘটনার ভিডিও বানিয়ে ভাইরাল করে দেওয়া হবে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে গর্জে উঠেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। তিনি বলেন, “সংবাদমাধ্যমের মনোবল ভেঙে দিতে, তাদের সমস্ত নীতিকে ধ্বংস করতে এই ধরনের এনকাউন্টার চালাচ্ছে সরকার।” ঘটনার তীব্র নিন্দা করেছে কংগ্রেস শিবিরও। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ অর্থাৎ সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করতে রীতিমতো আক্রমণ চালাচ্ছে এই সরকার। বিজেপি কি সংবিধান মুছে দিয়ে তালিবানি শাসন চালাতে চায়? প্রশ্ন তুলেছে তারা।