বাংলার নিজের খবর,বাঙালির খবর

শৈলশহর দার্জিলিংয়ে যোগ হল নতুন পালক

রাজ্যের পর্যটনে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যটকদের আকর্ষণ বাড়াতে মুখ্যমন্ত্রীর উদ্যোগে বহু পর্যটনকেন্দ্র সেজে উঠেছে নবরূপে। এবার শৈলশহর দার্জিলিংয়েও যোগ হল নতুন পালক। দীর্ঘ সাত বছর পর দার্জিলিংয়ে চালু হয়েছে প্যারা গ্লাইডিং। উত্তরমুখী পর্যটকদের জন্য যা বাড়তি খুশি নিয়ে এসেছে। এই প্যারাগ্লাইডিং চালুর ফলে দার্জিলিংয়ের আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে, এমনটাই মনে করছেন পর্যটন অধিকর্তারা। তার মধ্যেই ফের নতুন খুশির খবর নিয়ে এল জিটিএ ট্যুরিজম।

প্রসঙ্গত, সেপ্টেম্বরের শেষের দিকে উত্তরের পর্যটন নিয়ে উদ্যোগী রাজ্য। বিভিন্ন নিয়ম মেনেই এবং ট্রায়াল দ্বারাই এই প্যারাগ্লাইডিং নতুন ভাবে খুলে দেয় জিটিএ ট্যুরিজম। বিশ্ব পর্যটন দিবসের দিনই সরকারিভাবে থেকে রোহিণীতে প্যারাগ্লাইডিং এবং অ্যাডভেঞ্চার ট্যুরিজম চালু হয়েছে। কিন্তু সেইদিন থেকে টানা বৃষ্টি চলায়, কার্যত কোনও পর্যটকই সেই সুবিধা ও আনন্দ নিতে পারেননি। এরপর নানান পরীক্ষা এবং ট্রায়ালের পর অবশেষে রবিবার থেকে রোহিণী প্যারাগ্লাইডিং অ্যান্ড অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশনের সঙ্গে জিটিএর যৌথ উদ্যোগে প্যারাগ্লাইডিং শুরু হল।

 

পাশাপাশি মাউন্টেন বাইকিং, সাইক্লিংও চালু হয়েছে। জিটিএর অ্যাডভেঞ্চার ট্যুরিজমের আহ্বায়ক দাওয়া শেরপা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দার্জিলিংয়ের পাশাপাশি কালিম্পংয়েও প্যারাগ্লাইডিং পরিষেবা শুরু হচ্ছে। গ্লাইডার এবং দুজন পাইলট প্যারাগ্লাইডিং পরিচালনা করছেন। পর্যটনের মরশুমে রোজই এই পরিষেবা চালু থাকছে। উল্লেখ্য, ২০১৮ সালে একটি দুর্ঘটনার পর প্যারাগ্লাইডিং বন্ধ হয়ে গিয়েছিল দার্জিলিংয়ে। এরপর ফের চালু হল। তবে এবার দুর্ঘটনা এড়াতে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News