ছটপুজো উপলক্ষে অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে হাওড়ায়। পুলিশের তরফ থেকে ঘাটগুলিতেও কড়া নজরদারির পাশাপাশি থাকছে বিপর্যয় মোকাবিলা টিম এবং ডুবুরি। নৌকা করে চলবে পেট্রোলিং। প্রতিটি গঙ্গার ঘাটেই থাকবে বিপর্যয় মোকাবিলা দল, ডুবুরি।
মঙ্গলবার হাওড়া সিটি পুলিশের যুগ্ম কমিশনার কে শবরী রাজকুমার এই বিষয়ে সাংবাদিকদের বলেন, যেসব ঘাটে পুণ্যার্থীদের বেশি ভীড় হয় সেইসব জায়গায় ডুবুরি, বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা মোতায়েন থাকবেন। এছাড়াও থাকবে হাওড়া সিটি পুলিশের জলে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা। যে কোনও রকম দুর্ঘটনা এড়াতে বালি থেকে সাঁকরাইল পর্যন্ত প্রতি ঘাটে থাকবে নৌকার ব্যবস্থা। হাওড়া সিটি পুলিশের কিছু নৌকা ছাড়াও আরও কিছু নৌকা ভাড়া করা হবে। রামকৃষ্ণপুর ঘাট, শিবপুর ঘাটের মতো গুরুত্বপূর্ণ সব ঘাটে নিরাপত্তার জন্য সর্বক্ষণ একটি টিম থাকবে। ঘাটে নৌকায় পেট্রোলিং করা হবে।
যেসব ঘাটে ভীড় হয় নিরাপত্তার জন্য সেই সকল ঘাটে ব্যারিকেড করা হবে। গঙ্গায় কতটা দূরত্ব পুণ্যার্থীরা যেতে পারবেন তার জন্য জলে সীমানা করা হবে। সেই সীমানা যাতে অতিক্রম না করতে পারে তার জন্য জলে লোক রাখা হবে। কালী পূজার আগে থেকেই ঘাট পরিদর্শন করা হচ্ছে। ঘাটগুলিতে আলো, সিসিটিভি ব্যবস্থা কেমন আছে তা খতিয়ে দেখা হয়েছে। রামকৃষ্ণপুর ঘাট, শিবপুর ঘাটের মতো প্রধান ঘাটগুলিতে সিসিটিভি রয়েছে। সেখানে আরও সিসিটিভির ব্যবস্থা করা হচ্ছে।
গুরুত্বপূর্ণ ঘাটগুলিতে মহিলাদের জন্য আলাদা করে পোশাক পরিবর্তনের জায়গা করা হচ্ছে। সেই জায়গায় পুলিশ মোতায়েন করা হবে। পার্কিংয়ের সুবিধার জন্য কিউ আর কোডের ব্যবস্থা করা হয়েছে। এই কিউআর কোড স্ক্যান করলে কোথায় নিকটবর্তী পার্কিং প্লেস আছে তা জানতে পারা যাবে। পাশাপাশি সেই পার্কিং প্লেস ফাঁকা না ভর্তি তাও জানতে পারা যাবে স্ক্যান করলে। আগামীকাল ৭ নভেম্বর দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত এবং পরের দিন ৮ নভেম্বর ভোরবেলা থেকেই ঘাটে পুলিশের ব্যবস্থা থাকবে।