‘ছট পুজো জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করা উচিত ছিল কেন্দ্রীয় সরকারের। কিন্তু তারা তা করেনি।’ এবার ছটপুজো নিয়ে কেন্দ্রকে নিশানা রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের। মঙ্গলবার হাওড়ায় ঘাট পরিদর্শন করতে এসে ওই মন্তব্য করেন মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, ‘ছট পুজো জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করা উচিত ছিল কেন্দ্র সরকারের। কিন্তু তারা তা করেনি। এরাজ্যে মুখ্যমন্ত্রী ছুটি ঘোষণা করেছেন।’
এদিন তিনি হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট, শিবপুর ঘাট সহ একাধিক ঘাট পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ২০১১ সালের আগে থেকে এখানে ছট পুজোয় ভিড় বাড়ছে। অন্যান্য জেলার লোকেরাও এখানে পুজো করতে আসছেন। এখানে প্রশাসন ভাল ব্যবস্থা করে। সেই কারণে এখানে অসুবিধা হয় না। এখানে সরকার, বিভিন্ন ক্লাব, পুলিশ সকলেই ক্যাম্প করে। লঞ্চে করে ঘুরে পুরো বিষয় তদারকি করা হয়। ব্যারিকেড করা থাকে। যাতে ব্যারিকেডের বাইরে কেউ না যান তারজন্য অনুরোধ করা হয়৷ সমস্ত ক্ষেত্রে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয় এখানে।
ছটপুজোয় মানুষের যাতে কোনও সমস্যা না হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হয়। এই সময় সব ঘাট পরিষ্কার করা হয়। কোনও সমস্যা যাতে না হয় তা দেখার জন্য আমাদের দলের যুব কর্মীরাও এবার থাকবেন। তেলকল ঘাট, লবণগোলা ঘাট, শিবপুর ঘাট, বাঁধাঘাট, গোশালা ঘাটে ছটপুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতার পর মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রী যিনি ছটপুজোয় ছুটি ঘোষণা করেছেন। এই দিনটি কেন্দ্রীয় সরকারের জাতীয় ছুটি ঘোষণা করা উচিৎ ছিল।