বাংলার নিজের খবর,বাঙালির খবর

বিধায়ক গৌতম চৌধুরী উদ্যোগে ছট ব্রতীদের হাতে ছট সামগ্রী প্রদান করা হলো হাওড়ায়

আসন্ন ছটপূজা উপলক্ষে উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীর উদ্যোগে ছট ব্রতীদের হাতে ছট সামগ্রী প্রদান করা হলো হাওড়ায়। মঙ্গলবার সন্ধ্যায় ওই অনুষ্ঠানে বিধায়ক বলেন, ছটপুজোয় কোনও খামতি থাকবে না। পর্যাপ্ত সব ধরনের বন্দোবস্ত করা হয়েছে। এদিন উত্তর হাওড়ায় ১৪নং ওয়ার্ডে আসন্ন ছটপুজো উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিধায়ক গৌতম চৌধুরী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলায় প্রতি বছর ছট পুজোয় যে অভূতপূর্ব ব্যবস্থা করা হয়, তার জন্য এখন এখানকার মানুষ বিহার বা উত্তরপ্রদেশে আর যান না।

 

বরং ছট পুজোয় তাঁদের আত্মীয়-স্বজনকে বাংলায় ডেকে আনেন এখানে ছট পুজো পালন করবেন বলে। এটা বাংলার মুখ্যমন্ত্রীর সৌজন্যেই সম্ভব হয়েছে। তিনি বলেন, ইতিমধ্যেই উত্তর হাওড়ায় গঙ্গার ঘাটগুলি পরিদর্শন করা হয়েছে। জেলাশাসক, পুলিশ কমিশনার, পুর কমিশনার সকলে মিলেই সমস্ত ব্যবস্থা দেখভাল করা হয়েছে। কোনও সমস্যা হবেনা। প্রসঙ্গত, এদিনের সন্ধ্যায় ছট ব্রতীদের হাতে ছট সামগ্রী প্রদান করা হয়।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News