শীঘ্রই শুরু হবে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া। তার আগে কোন জেলায় কত শূন্যপদ রয়েছে সেই তালিকা চেয়ে পাঠাল স্কুল শিক্ষা দফতর। মঙ্গলবার সকালেই এই সংক্রান্ত বিবৃতি জারি করা হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ স্কুল শিক্ষা দফতরের কাছে এই শূন্যপদের তালিকা চাইতেই তাদের তরফে রাজ্য জুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের শূন্যপদের তালিকা চাওয়া হয়েছে। জেলা ভিত্তিক তালিকা জমা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল জানান, ২০২২ ও ২০২৩ সালের উত্তীর্ণদের একসঙ্গে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। আগে কত শূন্যপদ রয়েছে সেই তালিকা পেলে তারপর ২০২৩-এর ফল প্রকাশ করা হবে। সেইমতো বিজ্ঞাপন দিয়ে নিয়োগ শুরু করবে পর্ষদ। ডিসেম্বরের মধ্যেই এই প্রক্রিয়া শুরু করতে চাইছে রাজ্য। সভাপতি জানান, ২০২৩-এর ফল প্রকাশের প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে। এবার যত দ্রুত স্কুল শিক্ষা দফতর শূন্যপদের তালিকা দেবে তত তাড়াতাড়ি ফল প্রকাশ করে নিয়োগ শুরু হবে।