বুধবার বিক্ষোভ-ডেপুটেশন কর্মসূচি পালন করলেন গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির সদস্যরা। যার অঙ্গ হিসেবে এদিন সংগঠনের নেতাকর্মীরা মিলে প্রথমে রতুয়া-১নং বিডিও অফিসের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ শেষে ডেপুটেশন তুলে দেন বিডিও রাকেশ টোপ্পোর হাতে।
এদিনের এই ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেন গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির মালদা জেলা সম্পাদক খিদির বক্স, সংগঠনের মুখপাত্র তরিকুল ইসলাম, আহ্বায়ক মোসারেকুল আনোয়ার সহ অন্যান্যরা। তারা অভিযোগ করে বলেন, মালদা তথা রতুয়া-১নং ব্লকের গঙ্গা ভাঙন সমস্যা দীর্ঘদিনের।
ভাঙনে প্রতি বছর বহু পরিবার ভিটেমাটিহীন হয়ে পড়ছে। অথচ তারা কোনরকম ক্ষতিপূরণ পাচ্ছেনা। পুনর্বাসনের কোন ব্যবস্থা নেই। তাই ভাঙনে ক্ষতিগ্রস্তদের পূর্ণ পুনর্বাসন, উপযুক্ত ক্ষতিপূরণ এবং বিজ্ঞানসম্মত উপায়ে গঙ্গা ভাঙন সমস্যার সমাধানের দাবীতে আজ তারা রতুয়া-১নং ব্লকে প্রতিনিধিমূলক ডেপুটেশন দিচ্ছেন। এতে কাজ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।