বাংলার নিজের খবর,বাঙালির খবর

যান নিয়ন্ত্রণ থেকে শুরু করে গাড়ি পার্কিং, ছটপুজো উপলক্ষে একগুচ্ছ পরিকল্পনা হাওড়া সিটি পুলিশের

যান নিয়ন্ত্রণ থেকে শুরু করে গাড়ি পার্কিং, ছটপুজো উপলক্ষে একগুচ্ছ পরিকল্পনা হাওড়া সিটি পুলিশের। ছটপুজো উপলক্ষে পুলিশের তরফ থেকে একদিকে যেমন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এর পাশাপাশি হাওড়ায় যান নিয়ন্ত্রণ করতে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও ছটপুজোর দু’দিন হাওড়া শহরে গাড়ি পার্কিংয়ের বিশেষ ব্যবস্থা করা হয়েছে

। গাড়ি পার্কিং কিভাবে করা হবে তার জন্য হাওড়া সিটি পুলিশের তরফ থেকে QR কোডের ব্যবস্থা করা হয়েছে। এই QR কোড মোবাইলে স্ক্যান করলেই গাড়ি পার্কিংয়ের আপডেট জানা সম্ভব হবে। হাওড়া সিটি পুলিশ সূত্রে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছটপুজোয় QR কোড স্ক্যান করলেই খুঁজে পাওয়া যাবে গাড়ি পার্কিংয়ের স্থানও। এবারের ছটপুজোয় আগত পুণ্যার্থীদের জন্য হাওড়া সিটি পুলিশ ব্যবস্থা করলো সহজে গাড়ি পার্কিংয়ের স্থান খুঁজে নেওয়া।

 

QR কোড স্ক্যান করলেই মোবাইল স্ক্রিনে মিলবে কাছাকাছি পার্কিং স্থানের যাবতীয় তথ্য। এছাড়া নিরাপত্তার জন্য ছট পুজোয় হাওড়া রিভার সাইড ট্রাফিক গার্ড ও কোনা ট্রাফিক গার্ডে ১টি, হাওড়া ট্রাফিক গার্ডে ১৯টি, দ্বিতীয় হুগলি ব্রিজ ট্রাফিক গার্ডে ৫টি, ধূলাগোড় ট্রাফিক গার্ডে ১০টি, দাসনগর ট্রাফিক গার্ডে ১৩টি এবং বালি ট্রাফিক গার্ড ১১টি পার্কিং লটের ব্যবস্থা করা হয়েছে। ছটপুজোয় নদী ও পুকুর মিলিয়ে মোট ১৪৩টি ঘাট প্রস্তুত রাখা রয়েছে। এরমধ্যে হাওড়া থানা এলাকায় ১১টি, শিবপুর থানা এলাকায় ১৬টি, এজিসি বোস বি গার্ডেন থানা এলাকায় ৬টি, চ্যাটার্জিহাট থানায় এলাকায় ১টি, ব্যাঁটরা থানা এলাকার ২টি, দাসনগর থানা এলাকায় ৩টি, ডোমজুড় থানা এলাকায় ৮টি, সাঁকরাইল থানা এলাকায় ১৭ টি, সাঁতরাগাছি থানা এলাকায় ৩টি, গোলাবাড়ি থানা এলাকায় ১৬টি, মালিপাঁচঘরা থানা এলাকায় ১৫ টি, লিলুয়া

 

 

থানার এলাকায় ১৩ টি, বালি থানা এলাকায় ১৪টি, লিলুয়া থানা এলাকায় ১৩টি, বেলুড় থানা এলাকায় ৬টি এবং নিশ্চিন্দা থানা এলাকায় ৮টি ঘাট রয়েছে। এবার ছটপুজোতে নিরাপত্তার জন্য ৭ নভেম্বর দুপুর সাড়ে ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং পরের দিন ৮ নভেম্বর রাত ২টো থেকে সকাল দশটা পর্যন্ত হাওড়া থেকে কলকাতা এবং কলকাতা থেকে হাওড়াগামী যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। শুধুমাত্র এলপিজি সিলিন্ডার, পেট্রোল, অক্সিজেন, দুধ, ওষুধ, সবজি, ফল, মাছ প্রভৃতি নিত্য প্রয়োজনীয় দ্রব্য বহনকারী গাড়ি চলাচলে ছাড় দেওয়া হয়েছে।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News