তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তাঁর মঙ্গল কামনায় পূর্ব বর্ধমান জেলার জামালপুরের বনবিবিতলায় মাজারে চাদর চড়িয়ে পুজো দিয়ে তাঁর মঙ্গল কামনা করলেন জামালপুর ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল। সঙ্গে ছিলেন,ব্লকের কার্যকরী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক সহ অন্যান্যরা।
বৃহস্পতিবার সকাল বেলায় হাতে আই লাভ এবি লেখা পোস্টার নিয়ে তাঁরা উপস্থিত হন বনবিবিতলার মাজারে। তাঁদের সাথে ছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খাঁন বলেন, ব্লকের বিভিন্ন অঞ্চলেই তৃণমূলের পক্ষ থেকে যুবরাজ দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হচ্ছে। চলছে পুজো পাঠ। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর সুস্থতা কামনা করেন।