খড়গপুর লোকাল থানার গোপালী এলাকায় বিজেপি নেতার হোটেলে অভিযান চালিয়ে মধুচক্র ভাঙল পুলিশ। পুলিশের অভিযানে উদ্ধার তিন মহিলা। গ্রেফতার এক হোটেল কর্মী। বেশ কিছুদিন ধরেই গোপালি এলাকায় স্থানীয় বিজেপি নেতা বিমল দাসের হোটেলে মধুচক্র চালানোর অভিযোগ আসছিল পুলিশের কাছে। বুধবার গভীর রাতে অভিযান চালায় খড়গপুর লোকাল থানার পুলিশ ও জেলা পুলিশের আধিকারিকরা।
জানা গিয়েছে, হোটেল থেকে মধুচক্র চালানোর যাবতীয় প্রমাণ মিলেছে। গ্রেফতার করা হয়েছে এক হোটেল কর্মীকে। উদ্ধার করা হয়েছে মধুচক্রে লিপ্ত থাকা তিন মহিলাকে। পাশাপাশি হোটেল থেকে বেশ কিছু নথিও পেয়েছে পুলিশ। এদিকে আইএনটিটিইউসির জেলার সহ-সভাপতি আইয়ুব আলির অভিযোগ, বিজেপির প্রধান হয়ে কীভাবে এ ধরনের কাজ করে প্রশ্ন তুলেছেন তিনি পাশাপাশি প্রধান পদ থেকে তাকে অপসারণের দাবি তুলেছে তৃণমূল।
যদি ওই ঘটনার পিছনে তৃণমূলের চক্রান্তই দেখছে বিজেপি । বিজেপির জেলার সহ-সভাপতি তপন ভুঁইঞার অভিযোগ, তৃণমূল চক্রান্ত করে ওই প্রধানকে ফাঁসানোর চেষ্টা করছে । ওই পঞ্চায়েতটা দীর্ঘদিন ধরে তৃণমূল নিজেদের আনার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে ওই প্রধানের উপর ।