সিঙ্গুরের রতনপুর উদয় সংঘের উপস্থাপনায় ৫০ তম বর্ষে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার ভাবনা ‘সময় চলমান, যাকে বেঁধে রাখা যায় না’ এই পূজার প্রধান পৃষ্ঠপোষক রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না; নবমীর বেলায় মন্ত্রীর পুত্র দেবদূত মান্না, নিজের পিতা এবং মাতাকে নিয়ে কুমারী পূজায়, পূজা মণ্ডপে দর্শনার্থী ও ভক্তবৃন্দের ভিড়ও ছিল যথেষ্ট, চন্দননগরের পাশাপাশি সিঙ্গুর অঞ্চলে বহু নজর কারা জগধাত্রী পূজা হয়।