কেন্দ্রীয় বাহিনী থাকলেও ভরসা রাজ্য পুলিশ। সিতাই উপনির্বাচনের ক্ষেত্রে সিতাই এলাকার দিনহাটা থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে কথা বলেন দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক এবং মহকুমা পুলিশ আধিকারিক।
গ্রামের মানুষদের ভরসা দেওয়ার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে বলে জানান কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। মূলত ভোট কেন্দ্রের উদ্দেশ্যে ভোটারদের ভোটমুখী করার লক্ষ্যে এই উদ্যোগ। ভোটাররা যাতে নির্বিঘ্নে নির্ভয়ে ভোট দিতে যেতে পারে এবং নিজের ভোট নিজে দিতে পারে সেই জন্য সমস্ত ব্যবস্থা থাকবে বলে পুলিশের পক্ষে জানানো হয়েছে।
এদিন গ্রামে ঘুরে ঘুরে গ্রামের বাসিন্দাদের সাথে কথা বলেন পুলিশ আধিকারিক সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আগামী ১৩ ই নভেম্বর সিতাই উপনির্বাচন, সুস্থ এবং স্বাভাবিক নির্বাচন করার আহ্বান জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।