বাংলার নিজের খবর,বাঙালির খবর

ঝাড়গ্রামে ৮ টি বিদ্যালয়ের স্কুল পড়ুয়াদের ট্যাবের টাকা উধাও

ঝাড়গ্রাম জেলার ৮ টি বিদ্যালয়ের স্কুল পড়ুয়াদের ট্যাবের টাকা উধাও । পূর্ব মেদিনীপুর জেলার পর ঝাড়গ্রাম জেলায় ট্যাবের টাকা উধাও এর ঘটনায় ঝাড়গ্রাম জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঝাড়গ্রাম জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা যায় যে ঝাড়গ্রাম জেলার ৮ টি বিদ্যালয়ের ৪০ টি একাউন্টের মোট চার লক্ষ টাকা হ্যাক হয়েছে।

 

পুলিশের কাছে সাত টি স্কুলের ২২ টি একাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ জমা পড়েছে। ওই টাকা বিহার, জামতাড়া,মালদা, কিষানগঞ্জ ও দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন একাউন্টে ঢুকে গিয়েছে। ঝাড়গ্রাম জেলার বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শক্তি ভূষণ গঙ্গোপাধ্যায় ঝাড়গ্রাম জেলার ৮ টি স্কুলের ৪০ টি একাউন্ট হ্যাক হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্কুলগুলিকে থানায় এফ আই আর করার কথা বলা হয়েছে।

 

ঝাড়গ্রাম জেলার ওই ৮ টি স্কুল হলো ঝাড়গ্রাম শহরের অশোক বিদ্যাপীঠ ও নেতাজী আদর্শ হিন্দি হাই স্কুল, সাঁকরাইল ব্লকের রোহিনী সিআরডি হাই স্কুল, ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া হাইস্কুল ও বাঁধগোড়া হাইস্কুল, বিনপুর থানার হাড়দা রামকৃষ্ণ ও বিনপুর হাইস্কুল এবং ঝাড়গ্রাম জেলার ধগাড়ী হাইস্কুল। ঝাড়গ্রাম সাইবার ক্রাইম এর ডি এস পি সব্যসাচী ঘোষ বলেন সাত টি বিদ্যালয়ের ২২ টি একাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ জমা পড়েছে, তদন্ত চলছে।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News