প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মাটি দিয়ে ভরাট করা পুকুরের অংশে অবৈধভাবে চলছিল নির্মাণ কাজ। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নির্মাণ কাজ বন্ধ করল প্রশাসন।ঘটনাটি মাথাভাঙ্গা শহরের ৯ নং ওয়ার্ডের কলেজ মোড় সংলগ্ন এলাকার।জানা গেছে কলেজ মোড়ে একটি বাইকের শোরুমের পেছনে পুকুর ভরাট করা হচ্ছিল অবৈধভাবে, তবে প্রশাসনের পক্ষ থেকে সেই ভরাট বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু নিষেধাজ্ঞার পরও গত কয়েকদিন ধরে ভরাট করা পুকুরে নির্মাণ সামগ্রী ফেলে অবৈধভাবে নির্মাণকাজ করছিল সেই জমির মালিক।
এবিষয়ে মাথাভাঙ্গা পৌরসভার ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা বলেন ওই এলাকার বাসিন্দা বিমল দাস এর আগেও তার পুকুরটি ভরাট করছিলেন সেই সময় তাকে মানা করা হয় এবং পৌরসভায় ডাকা হয়। তারপর থেকে পুকুর ভরাট বন্ধ ছিল। কিন্তু ফের সেই পুকুরের ভরাট করা অংশে নির্মাণ কাজ করা হচ্ছিল সেই খবর পেয়ে আজ পৌরসভার পক্ষ থেকে প্রশাসনকে জানানো হয় তারপর পুলিশ এবং বি,এল,আর,ও অফিস থেকে লোকজন গিয়ে সেই কাজ বন্ধ করে দেন।আগামীকাল ওই ব্যক্তির বিরুদ্ধে নোটিশ করা হবে এবং প্রশাসনের নিষেধাজ্ঞাকে অমান্য করায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
এদিকে জমির মালিক বিমল দাস জানান তিনি নতুন করে পুকুর ভরাট করছেন না। তার জমিতে তিনি গার্ডওয়াল দেওয়ার কাজ করছেন। পৌরসভা থেকে তাকে কোনো রকম নোটিশ করা হয়নি এমনটাই দাবি তার।তবে বি,এল,আর,ও অফিস থেকে নোটিশ করায় সেই নোটিশের উত্তরও দিয়েছেন তিনি।এখন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে এমনটাও জানান তিনি।