প্রায় তিন বছর টালবাহানার পর মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে স্থগিত হয়ে যাওয়া কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের নির্বাচনী প্রক্রিয়া ফের শুরু হল। নির্বাচনী প্রক্রিয়া ঘোষণা হওয়ায় রাজনৈতিক দলগুলি সক্রিয় ভূমিকা পালন করতে ময়দানে নেমেছেন সকলে। নির্দেশ অনুযায়ী ৩১ অক্টোবরের মধ্যে ব্যাংকের ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশকে মান্যতা দিয়ে বৃহস্পতিবার নির্বাচনী প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্যাংকের সেক্রেটারি অ্যাপেলো আলী জানিয়েছেন নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ কো-অপারেটিভ নির্বাচনী কমিশনের তত্ত্বাবধানে চলছে।এখানে ব্যাংক কর্তৃপক্ষের কোন করণীয় নেই। এবার চূড়ান্ত ভোটার তালিকায় ৮০ হাজার ৪৮০ জন সদস্য ভোটার রয়েছেন। মোট ১০৮ জন ডেলিকেট নির্বাচন করবেন। ১০৮ জন ডেলিকেটের মধ্যে ২ জন মহিলা এবং ৬ জন তপশিলি জাতীয় উপজাতির সংরক্ষণ রয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে নতুন করে মনোনয়ন হবে না। পূর্বের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থী হিসেবে ৩৮১ জন বৈধ মনোনয়ন কারীকেই প্রার্থী হিসেবেই গণ্য করা হয়েছে। তাঁরাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এবার ১৫ই ডিসেম্বর ১৪ টি নির্বাচন ক্ষেত্রে একই দিনে সকাল ৯’টা থেকে ২.০০ টা পর্যন্ত ভোট গ্রহণ পর্ব চলবে। তারপরেই গণনার কাজ শুরু হবে। ওইদিনই ফল ঘোষণা করা হবে। ১৪ টি নির্বাচনক্ষেত্র হলেও দুটি অতিরিক্ত বুথ বা নির্বাচনক্ষেত্র রয়েছে।পুরানো বিজ্ঞপ্তি অনুযায়ী ১১ জুলাই থেকে ১৮ই আগস্ট ১২ দফায় ১৪ টি কেন্দ্রের ভোট গ্রহণের নির্ঘণ্ট ছিল। ২৫ আগস্ট গণনার দিন ধার্য করা হয়েছিল। ২৯ জুন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল। সেই প্রার্থী তালিকা কেই গন্য করে নির্বাচন প্রক্রিয়া হবে। উল্লেখ্য জনৈক ব্যক্তি নির্বাচনী প্রক্রিয়ার বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী নির্বাচন স্থগিত রাখার কথা ঘোষণা করেন আদালত।
সেই নির্দেশিকায় ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশিকা দিয়েছিল।সেই নির্দেশিকা অনুযায়ী কো-অপারেটিভ নির্বাচন কমিশন ব্যাংকের নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করছেন। এই নির্বাচনী প্রক্রিয়া দেখভালের জন্য তিনজন আধিকারিক কে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসাবে নিযুক্ত করা হয়েছে। এসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার যথাক্রমে ইন্সপেক্টর অফ কো-অপারেটিভ সোসাইটি দীপ ব্যানার্জি, কো-অপারেটিভ ডেভেলপমেন্ট অফিসার অমিয় কান্তি হোতা, কো-অপারেটিভ ডেভেলাপমেন্ট অফিসার শংকর কুমার প্রধান রয়েছেন।
তারাই আদালতের নির্দেশ এবং নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করছেন। নির্বাচনের ময়দানে তৃণমূল সমর্থিত প্রার্থীদের রয়েছেন। অফিসিয়াল প্যানেলে তাদেরই আধিক্য রয়েছে। ময়দানে সরাসরি নেই বিজেপি তবে বিজেপি মনোভাবাপন্ন প্রার্থী রয়েছেন অনেকে। বামেরা ও ময়দান ছাড়েনি। তারাও নির্বাচনে অংশগ্রহণ করেছে। তিন বছর পরিচালন কমিটি না থাকায় স্পেশাল অফিসারের নিয়ন্ত্রণে ব্যাংক চলছিল। যার কারণে বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে ব্যাংক কর্তৃপক্ষকে। অর্থনীতিকদের মতে এই সময়কালে ব্যাংকের ব্যবসার অভূতপূর্ব ক্ষতি হয়েছে বলে মত প্রকাশ করেছেন।