বাংলার নিজের খবর,বাঙালির খবর

সময়মতো আউটডোর না করায় দুই ডাক্তারকে শোকজ নোটিশ দিনহাটা হাসপাতলে

সময়মতো হাসপাতালে আসছেন না বহির্বিভাগের চিকিৎসকরা। এই কারণে দেরিতে খুলছে হাসপাতালের আউটডোর । যার জেরে হয়রানির শিকার হতে হচ্ছে দিনহাটার দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাঁদের আত্মীয় পরিজনদের।এমন অভিযোগ পেয়ে শনিবার দিনহাটা মহকুমা হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সতর্ক করেছিলেন দিনহাটার তৃণমূল নেতারা। এবার দেরিতে আউটডোর খোলার অভিযোগে দুই চিকিৎসককে শোকজ নোটিশ পাঠালেন হাসপাতালের সুপার ডাঃ রণজিৎ মণ্ডল। দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার জানান, হাসপাতালের দুই চিকিৎসককে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। এছাড়া অন্য কোনও অভিযোগ থাকলে সেসব বিষয়ে নজর রাখা হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।

 

তৃণমূল নেতা বিশু ধর, সাবির সাহা চৌধুরী বিভিন্ন অব্যবস্থার অভিযোগ পেয়ে তা খতিয়ে দেখতে হাসপাতালে পৌঁছে যান। হাসপাতালে গিয়ে তাঁরা দেখেন সকাল ৯টায় আউটডোরের টিকিট কাউন্টার খোলার কথা। অথচ শনিবার সকাল ১০টা বাজার কয়েক মিনিট আগেও তা বন্ধ ছিল। টিকিটের জন্য বাইরে রোগীদের লম্বা লাইন। সেই সময়ও চিকিৎসকদের কারও দেখা নেই। হাসপাতালের এই পরিস্থিতি দেখে তাঁরা নিজেরাই স্তম্ভিত হয়ে যান। তৃণমূল নেতাদের অভিযোগ, চিকিৎসকদের কারণে হাসপাতালে চিকিৎসা পরিষেবা বিঘ্নিত হচ্ছে। তাঁরা বলেন, ‘এখন থেকে আমরা প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগ থেকে শুরু করে জরুরি বিভাগসহ বিভিন্ন বিভাগের নজর রাখব যাতে রোগীরা কোনওভাবেই হেনস্তার শিকার না হন।’ যদিও দেরিতে বসার অভিযোগ স্বীকার করে নিয়েছিলেও হাসপাতালের সুপারও।

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এর আগে সোশ্যাল মিডিয়ায় চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন। হাসপাতালের কয়েকজন চিকিৎসক নানাভাবে ভর্তি থাকা রোগীদের ভয়-ভীতি দেখিয়ে নার্সিংহোমে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছিলেন উদয়ন গুহ। চিকিৎসকদের নাম উল্লেখ না করেই সতর্ক করেছিলেন তিনি। তারপরেও বন্ধ হয়নি সেই প্রবণতা। এবার তৃণমূল নেতৃত্ব হাসপাতালের অব্যবস্থা নিয়ে সতর্ক করার পরই পদক্ষেপ নেওয়া হল দিনহাটা মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের তরফে।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News