সমস্যায় পড়লেন নিত্যযাত্রীরা। এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকতে চলেছে মহাকরণ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী পূর্বমুখী লাইনে জরুরি কাজের জেরেই সোমবার থেকে ইস্ট-ওয়েস্ট রুটের এই অংশে মেট্রো পরিষেবা পাওয়া যাবে শুধুমাত্র হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত। দেশে প্রথম নদীর নীচ দিয়ে মেট্রো চলছে কলকাতায়। তবে এবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটে মেট্রো পরিষেবায় বদল আসছে। এসপ্ল্যানেড পর্যন্ত পূর্বমুখী লাইন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকলেও এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত পশ্চিমমুখী লাইনে মেট্রো চলাচল স্বাভাবিকই থাকবে। এই লাইনে সপ্তাহের কাজের দিনগুলিতে সকাল ৬টা ৫৫ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত মেট্রো পাবেন যাত্রীরা। রবিবার বেলা ২টো ১৫ মিনিট থেকে রাত ৯টা ৫০ মিনিট পর্যন্তও এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটের এই লাইনে পাওয়া যাবে মেট্রো।
প্রসঙ্গত, ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্লানেড অবধি দু’টি সুড়ঙ্গের দু’টি লাইনে ‘ওয়ান ট্রেন অনলি সিস্টেম’-এ ট্রেন চলে। ওই ব্যবস্থায় আপ এবং ডাউন লাইন থাকলেও একটি লাইনে যে কোনও পরিস্থিতিতে একটিই ট্রেন চলে। এ ছাড়াও, ট্রেন ঘোরানোর জন্য এখনও হাওড়া ময়দানে ক্রসওভার ব্যবহারের সুবিধা না থাকায় ২টি লাইনের ট্রেনই এসপ্লানেড থেকে হাওড়া ময়দানের দিকে যায় এবং একই লাইন ধরে ফিরে আসে। ফলে দুই দিকের লাইনেই ট্রেন হাওড়া ময়দান অভিমুখে একবার আপ এবং একবার ডাউন ট্রেন হিসেবে চলে।
যাত্রীরা দু’টি প্ল্যাটফর্ম থেকেই মেট্রোয় উঠে অন্য প্রান্তের স্টেশনে পৌঁছনোর সুযোগ পান। আজ থেকে ওই ব্যবস্থায় বদল হওয়ায় যাত্রীরা এসপ্লানেড স্টেশন থেকে হাওড়া অভিমুখে যাওয়ার জন্য কেবল ডান দিকের প্ল্যাটফর্মের ট্রেন পাবেন। মহাকরণ স্টেশনের যাত্রীরা অবশ্য দুই প্ল্যাটফর্ম থেকে ট্রেন পাবেন। বউবাজারের জোড়া সুড়ঙ্গে প্রয়োজনীয় মেরামতি সম্পূর্ণ হয়েছে। তবে এখন পশ্চিমমুখী সুড়ঙ্গে খানিকটা কাজ বাকি থাকায় এসপ্ল্যানেড প্রান্তের একাংশ ব্যবহার করতে হবে। সেখানে প্রয়োজনীয় লাইন পাতার কাজও করতে হবে। এর কারণেই বদল এসেছে পরিষেবায়।