বাংলার নিজের খবর,বাঙালির খবর

উপনির্বাচনে ছয় কেন্দ্রেই তৃণমূলকে ভোট দিন’ – পাহাড় সফরে রওনা হওয়ার আগে আবেদন মমতার

সোমবার বেলা দেড়টা নাগাদ পাহাড়ের উদ্দেশে রওনা হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। এদিন যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল নেত্রী। জনসাধারণকে আবেদন করেন, উন্নয়নমূলক কাজ আরও এগিয়ে নিয়ে যেতে যেন উপনির্বাচনে ৬ কেন্দ্রেই তৃণমূলকে ভোট দেন তাঁরা। একই সঙ্গে পাহাড়ে মঙ্গল ও বুধবার তাঁর একাধিক অনুষ্ঠানের কথাও জানান মুখ্যমন্ত্রী। এদিন বেলা দেড়টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন তিনি।

 

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “১৩ তারিখ ৬টি কেন্দ্রে উপনির্বাচন। ৬টি কেন্দ্রের সকল মা-ভাই-বোনেদের কাছে আমার আবেদন, বাংলার সরকার সবসময় আপনাদের পাশে আছে। আমি ছিলাম-আছি-থাকব। দয়া করে তৃণমূলকে ভোটটা দেবেন, যাতে উন্নয়নের কাজ দ্রুত করা যায়।” একই সঙ্গে সংসদীয় নির্বাচনে তৃণমূল প্রার্থীদের জেতানোর জন্য কৃতজ্ঞতা জানান দলনেত্রী। পাশাপাশি বলেন, “প্রায় বছর দেড়েক পরে দার্জিলিং যাচ্ছি। কাল-পরশু প্রোগ্রাম আছে। সরসমেলার উদ্বোধন করব। দার্জিলিং-তরাই-ডুয়ার্সকে সব উৎসবের শুভকামনা।” ১২ নভেম্বর সাড়ে তিনটেয় জিটিএ সদস্য ও বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। ১৩ নভেম্বর বিকেল ৩টেয় সরস মেলার উদ্বোধন করবেন। ১৪ নভেম্বর শিলিগুড়িতে ফিরবেন মমতা।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News