ফের বেতন বৃদ্ধির জন্য আসানসোল পৌরনিগমে বিক্ষোভ দেখালো সাফাই কর্মীরা। সাফাই কর্মীদের দাবি বর্তমানে তারা ৯ হাজার টাকা বেতন পাচ্ছেন এবং এই বেতন ১৫ হাজার টাকা করতে হবে। তার পাশাপাশি তাদের পরিচয় পত্র থেকে শুরু করে ইএসআই-পিএফের ব্যবস্থা করতে হবে বলে সাফাই কর্মীরা জানিয়েছেন। সরকারি কোনও সুযোগ সুবিধা তাদের নেই।
যদি কোন সাফাই কর্মীর মৃত্যু হয় সেজন্য তারা কোন সুযোগ-সুবিধাই পান না।বিষয়টি নিয়ে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন গত বছরই সাফাই কর্মীদের বেতন বাড়ানো হয়েছিল।তবে যারা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে তাদের অবশ্যই সুযোগ সুবিধা দেওয়ার কথা ভাবতে হবে বলে জানিয়েছেন বিধান উপাধ্যায়। আগামী দিনে প্রয়োজন মাফিক সাফাই কর্মীদের সহযোগী সুবিধা দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।বিষয়টি নিয়ে সাফাই কর্মীদের সঙ্গে আলোচনায় বসবেন আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় এবং চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। সাফাই কর্মীরা জানিয়েছেন সেই আলোচনা থেকে কোন ফল না হলে আগামী দিনের বৃহত্তর আন্দোলনের পথেও যেতে পারে তারা।