দুদিন পরেই মাদারিহাট বিধানসভার উপনির্বাচন। আর সোমবার প্রচারের শেষ দিনে সব রাজনৈতিক দলের পক্ষ থেকে জোর কদমে প্রচার চালানো হলো। গতকাল রবিবারের পর সোমবারও মাদারিহাট বিধানসভা এলাকায় তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পোর সমর্থনে প্রচার চালালেন ক্রিকেটার ও সাংসদ ইউসুফ পাঠান। এদিন রাঙালিবাজনা এলাকায় রোড শো করেন তিনি।
সাথে ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক সহ জেলাস্তরের নেতারা। এদিন ইউসুফ পাঠানকে দেখতে প্রচুর মানুষ রাঙ্গালিবাজনা এলাকায় ভিড় জমান। নিশ্চিতভাবে এবার মাদারিহাট বিধানসভা আসনটি তৃণমূল কংগ্রেস দখল করবে বলে দাবি করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি।