নিজস্ব প্রতিনিধি : আমির খানের প্রায় প্রত্যেকটি ছবি সমাজকে এক বার্তা দিয়েছে প্রতিবার। সম্প্রতি তাঁর প্রযোজিত ‘লা পাতা লেডিজ ‘ আন্তর্জাতিক স্তরে মর্যাদা পেয়েছে। এই ছবির পরিচালক ছিলেন কিরণ রাও। যিনি আমিরের প্রাক্তন স্ত্রী। তবে বিচ্ছেদের পরেও এক পরিবার হয়েই রয়েছেন তাঁরা। আমির নিজের অভিনেতা হওয়ার জীবনে ইতি টানতে চেয়েছিলেন। তবে শেষমেষ কিরণের চোখের জলে এই সিদ্ধান্তে অটুট থাকতে পারেননি তিনি। যদিও গত কয়েকটি বছর বিচার করলে আমিরের ছবি সাফল্য অর্জন করতে পারেনি ।
‘ঠগস অফ হিন্দুস্তান ‘ ও ‘লাল সিং চাড্ডা ‘- র ভরাডুবির কথা ‘ দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো’ তে এসে স্বীকারও করেন তিনি। এরপরই নিজেকে সম্পূর্ণ বড় পর্দার আড়ালে রাখবেন বলে ঠিক করেছিলেন । সিনেমায় তাঁর ভবিষ্যৎ শেষ হিসেবে ধরে নিয়ে এগোতে চেয়েছিলেন পরিবারকে নিয়ে। যদিও তাঁর পরিবার এই সিদ্ধান্তে একেবারেই খুশি ছিলেন না। তাঁরা চাইতেন আমির তাঁর কর্মজীবন অর্থাৎ অভিনেতা হিসেবে কাজ শুরু করুক। আমিরের মন্তব্য, ” একদিন আমরা দুজনে বসে আছি হঠাৎ কাঁদতে শুরু করলো কিরণ । আমার হাতটা ধরে বলল তুমি নিজের এই সিদ্ধান্তে অনর থেকোনা কারণ সিনেমাতেই তুমি সব থেকে বেশি ভালোবাসো। কাজে ফেরো।”
কিরণের এই কথা রেখে ইতোমধ্যেই স্প্যানিশ ড্রামা ‘ ক্যাম্পিওয়ন্স’- এর অবলম্বনে ‘চ্যাম্পিয়ন্স ‘ ছবি বানানোর তোড়জোড় শুরু করেছেন তিনি। ছবিতে অভিনয় করবেন ফারহান আখতার। যদিও প্রাক্তন স্ত্রী বাদেও তাঁর কন্যা ইরা খান ও বড় ছেলে জুনেইদ খানও তাঁকে সিনেমাতে ফেরার বিষয়ে বুঝিয়েছেন। ইরার কথায়, বাবা বাড়িতে থাকলে তাঁরা শান্তিতে থাকতে পারবেন না। এরপর শাহরুখ খানের ‘ পাঠান ২’ ছবিতেও দেখা যাবে আমিরকে একটি ক্যামিও চরিত্রে।