রাজ্য সরকারের পক্ষ থেকে সম্মতি মিলতেই আগামী একবছরের ক্যালেন্ডার প্রকাশ করে কর্মসূচী চূড়ান্ত করলো প্রাইভেট নার্সিংহোমস এন্ড হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশান।
রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে রাজ্যের সব বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোম কর্তৃপক্ষের সমন্বয়ে একযোগে কাজ করার বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রাথমিক সম্মতি পেয়েছে প্রাইভেট নার্সিংহোমস এন্ড হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশান। গত ৯ই নভেম্বর কলকাতায় প্রাইভেট নার্সিংহোমস এন্ড হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশানের যুগ্ম সম্পাদক তাহের শেখ ও উপদেষ্টা এবং অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশানের সভাপতি মোহম্মদ বাকিবুল্লাহ মোল্যা রাজ্যের সম্মানীয় মুখ্য সচিব ড. মনোজ পন্থ (IAS) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ও একযোগে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকের পর তাহের শেখ জানান যে অত্যন্ত ফলপ্রসূ এই আলোচনাতে রাজ্য সরকারের সহযোগিতায় স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে একযোগে কাজ করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এরপরেই প্রাইভেট নার্সিংহোমস এন্ড হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশানের পক্ষ থেকে আগামী বছর কি কি কর্মসূচী পালন করা হবে তার বিস্তারিত তথ্য প্রকাশ করে। এই কর্মসূচীর ক্যালেন্ডারে স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, সোসাইটির প্রতিষ্ঠা দিবস পালন করার কথা যেমন ঘোষণা করা হয়েছে, তেমনই অত্যন্ত গুরুত্ব দিয়ে বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত দিবস, যেমন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস, আন্তর্জাতিক পোলিও দিবস, আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য দিবস, বিশ্ব ক্যান্সার দিবস, চিকিৎসক দিবস, বিজ্ঞানে নারী ও মেয়েদের অবদানকে স্বীকৃতি জানিয়ে আন্তর্জাতিক দিবস, শিশুদের ক্যান্সারের প্রতিরোধে আন্তর্জাতিক দিবস পালন, নারী নির্যাতনের প্রতিবাদে আন্তর্জাতিক দিবস গুলো পালন সহ বিভিন্ন সমাজ সচেতনতা মূলক দিবস পালন করা হবে। এর মধ্যে বৃক্ষরোপণ, বস্ত্র বিতরণ কর্মসূচীও রয়েছে।
শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি তথা এই নবগঠিত এসোসিয়েশনের উপদেষ্টা মন্ডলী সদস্য মলয় পীট বলেন, “সামাজিক উন্নয়নে সামাজিক দায়বদ্ধতা পালন খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য প্রথমদিন থেকেই প্রাইভেট নার্সিংহোমস এন্ড হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশান প্রতিশ্রুতিবদ্ধ। সেইজন্য আমাদের সারা বছরের কর্মসূচীতে সেগুলো প্রকাশ পেয়েছে। এটা শুধু একবছরের ক্যালেন্ডার নয়, এই কর্মসূচীগুলো সব বছরের জন্যই প্রযোজ্য।”
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে গত ৭ নভেম্বর কলকাতার বিধাননগরে পূর্বাঞ্চল সংস্কৃতি মঞ্চে প্রাইভেট নার্সিংহোমস এন্ড হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশানের ৫০০ জনেরও বেশি সদস্যদের উপস্থিতিতে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে আগামীদিনে রাজ্য সরকারের সঙ্গে সহমতের ভিত্তিতে এবং তাদের সহযোগিতায়, সমন্বয় স্থাপন করে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার সার্বিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করার আহ্বান জানানো হয়।
সেদিন এই নতুন সোসাইটির কাজ এগিয়ে নিয়ে যেতে ১১জনের এক বিশেষ কমিটি তৈরি করা হয়। আগামী তিন মাসে এই অস্থায়ী কমিটি সোসাইটি গঠনে বিভিন্ন পদক্ষেপ নেবার পর নির্বাচন বা মনোনীত করে স্থায়ী কমিটি গঠন করা হবে। রাজ্য সমস্ত বেসরকারি হাসপাতাল নার্সিংহোম কর্তৃপক্ষকে এক জায়গায় আনার লক্ষ্যে আগামী ২০ নভেম্বর উত্তরবঙ্গের শিলিগুড়িতে Synergy Tower – এ আরো এক সম্মেলন ডাকা হয়েছে।