নিজস্ব প্রতিনিধি : চীনের ঝুহাইয়ে পথ দুর্ঘটনা। গাড়ির ধাক্কায় মারা গিয়েছেন ৩৫ জন। সোমবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে। চীনের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় আরো ৪৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটজনক। ঝুহাই পুলিশ সূত্র অনুযায়ী ওই দুর্ঘটনায় ওই স্থানে মৃত্যু হয়েছিল ৩৫ জনের। ঘটনাটি ঘটার সময় চীনের দক্ষিণ অঞ্চলের দিকে একদল মানুষ একটি অনুষ্ঠান দেখতে জড়ো হয়েছিলেন। ঠিক সেই সময় একটি বেপরোয়া গাড়ি তাঁদের পিষে দেয়।
গতিবেগ যথেষ্ট বেশি ছিল ওই গাড়িটির বলে জানা গিয়েছে। যে কজনকে উদ্ধার করা গিয়েছে তাঁদের মধ্যে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। এই ঘটনায় ৬২ বছরের এক বৃদ্ধকে আটক করেছে ঝুহাই পুলিশ। গাড়িটি দুর্ঘটনার সময় তিনি চালাচ্ছিলেন। তাঁকে পাকড়াও করার সময় আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন তিনি বলে জানা গিয়েছে। জানা গিয়েছে বেশ কয়েকদিন যাবত তিনি অবসাদে ভুগছিলেন এবং তাকেও এই ঘটনার পর হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনা কি ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছেন ওই বৃদ্ধ নাকি অজান্তেই এই ঘটনা ঘটেছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। চীনা সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রশাসন এই বিষয়ে নিহতদের পরিবারের পাশাপাশি আহতদেরও সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।