নিজস্ব প্রতিনিধি : এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে ভারত থেকে। চলতি মাসের ভারতে শেয়ার বাজার থেকে বিপুল পরিমাণ শেয়ার তুলে নিয়েছিল বিদেশি সংস্থাগুলি। অন্যদিকে দেশের অভ্যন্তরীণ মার্কেটিং সেই ভারসাম্য বজায় রাখার কাজ করলো।
একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুজোর মাসে ফান্ড গুলিতে এসআইপি ইনফ্লো হয়েছে ২৫ হাজার ৩২৩ কোটি টাকা। ২৫ হাজারের সীমা ছাড়িয়ে রেকর্ড ব্রেক শেয়ার বাজারে। সোমবার পাওয়া খবর অনুযায়ী ওই মাসেই এসআইপি পোলিওর সংখ্যা পেরিয়েছিল ১০ কোটির সীমা। ২০২১ সালের মার্চ মাস থেকে টানা ইকুইটি পান্ডে লগ্নি ঢুকছিল। অক্টোবর মাসে ফান্ডের মূল্য কিছুটা কমে গেল একেবারে ভেঙে পড়েনি তা।
ডেট ফান্ডের মোট ইনফ্লো এক দশমিক ছয় লক্ষ কোটি টাকার কাছাকাছি। সভাপতি এই ফান্ড গতি পাওয়ায় মিউচুয়াল ফান্ডও কিছুটা ধাতস্থ হয়েছে। অক্টোবরে ইকুইটি ক্যাটাগরির মধ্যে সেক্স এবং থিমেটিক ফান্ডে সবচেয়ে বেশি নেট ইনফ্লো দেখা গিয়েছে। শেয়ার বাজার বিশেষজ্ঞদের মতে ভারতীয়রা নিয়ম মেনে বিনিয়োগ করছেন ধীরে ধীরে। লগ্নি বেড়েছে স্মল ক্যাপ ফান্ড ও মিড ক্যাপ ফান্ডগুলোতেও। এস আই পি তে ভরসা করে বিপুল পরিমাণ অঙ্কের বিনিয়োগ ঢুকেছে ভারতীয় বাজারে। এসআইপির মাধ্যমে ভারতীয়দের নেওয়া এই পদক্ষেপে দেশের শেয়ার বাজার ও প্রভাবিত হচ্ছে।