বাংলার নিজের খবর,বাঙালির খবর

পশুদের শাবক নামকরণ মুখ্যমন্ত্রীর, খুশি পার্ক কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিনিধি,কলকাতা : সোমবার থেকে পাহাড় সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে দুই তুষারচিতা শাবকের নামকরণ করলেন তিনি। এদিন দার্জিলিং শহরের রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এখানে সেখানে রেলের রাস্তা ধরে হাঁটার সময় পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্ক দাঁড়িয়ে পড়েন। চিড়িয়াখানার সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী দুই ধারকের নাম রাখেনি ‘চার্মিং ‘ ও ‘ ডার্লিং’ ।

 

এর সঙ্গে চারটি রেড পান্ডারও নামকরণ করেছেন তিনি। তাঁদের নাম যথাক্রমে — পাহাড়িয়া, ভিক্টরি, ড্রিম ও হিলি রেখেছেন মূখ্যমন্ত্রী। স্বাভাবিক ভাবেই এই নামকরণের ঘটনায় খুশি পার্ক কর্তৃপক্ষরা। রাহালা ও নাকা নামের ওই চিতাবাঘ দুটির সন্তান জন্ম নেওয়ার ফলে তুষার চিতার শাবকের সংখ্যা দাঁড়িয়েছে ১১ তে এবং রেড পান্ডার সংখা ১৯ টিতে ঠেকেছে। এদিন রাস্তার ধারে হাঁটার সময় মুখ্যমন্ত্রীকে দেখার জন্য রাস্তার ধারে ভিড় উপচে পড়ে। সেখানে ছোটদের হাতে একটি করে চকলেট মুখ্যমন্ত্রী।

 

দার্জিলিং চিড়িয়াখানায় রেড পান্ডা এবং তুষার চিতা অভিমালার নেকড়ে টাকিং হিমালয়ের নীলভেরা হিমালয়ান ঘরের মতো বিলুপ্তপ্রায় প্রাণীদের কৃত্রিম প্রজনন সফল হয়েছে। ম্যালে কেনাকাটি করার পাশাপাশি জনসংযোগও করেন তিনি। মঙ্গলবার রিচমন্ড হিলে তিনি জিটিএ দার্জিলিং ও কালিংপং জেলা প্রশাসন ও বিভিন্ন উন্নয়ন বোর্ডের চেয়ারপারসনের সঙ্গে চেয়ারম্যানদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন।

 

আগামী দেড় মাসের মধ্যে উন্নয়নের জন্য বোর্ড পুনর্গঠন ও একটি মনিটরের সেল তৈরি করা সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাহাড়ি অঞ্চলের তরুণ প্রজন্মকে কাজে নিয়োগ করতে চারটি স্কিল সেন্টার চালু করার কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পাহাড়ি সফরে এসে বেশ খুশি দেখাচ্ছিলো মুখ্যমন্ত্রীকে।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News