বাংলার নিজের খবর,বাঙালির খবর

পাঠানোর পর কি তবে এবার ‘বাজিগর ‘ সিক্যুয়ালেও শাহরুখ?

নিজস্ব প্রতিনিধি : ‘ পাঠান’ এর সাফল্যের পর ‘পাঠান ২’ আসছে তা নিশ্চিত করা হয়েছে আগেই। তবে কি এবার শাহরুখের অন্যতম কারণ ক্লাসিক বাজিগর ও ফিরছে সিক্যুয়াল হিসেবে?। প্রযোজক রতন জৈন এই খবরে সিলমোহর দিয়েছেন। ইতিমধ্যেই নাকি শুটিং শুরুর কাজ শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ বলাই যায় ‘বাজিগর ২’আসছে।

 

আব্বাস মাস্তান পরিচালিত বাজিগর ছবিতে ১৯৯৩ সালে শাহরুখ খান কাজল শিল্পা শেট্টি অভিনয় করেছিলেন। সেই ছবিতে নিজের এক্সপ্রেশন দিয়ে দর্শকদের মন কেড়ে ছিলেন কিং খান। ছবি মুক্তির একত্রিশ বছর পরও সিনেমাটি যে এখনো মানুষের মনে অনন্য এক ঘরানার ছবি হয়ে গিয়েছে তা স্পষ্ট। কারণ সিনেমার প্লটের দরুন খলনায়ক হিসেবে পর্দার সামনে ধরা দিয়েছিলেন শাহরুখ। আর এরই মাঝে এই ছবির সিক্যুয়াল ফিরবে বলে খবর নয় প্রধান চরিত্রে নাকি শাহরুখ খানই ফিরবেন সেও বিষয়েও কথা চলছে।

 

‘ইটাইমস ‘ কে রতন জৈন বলেন, ‘আমরা ‘বাজ়িগর ২’ নিয়ে শাহরুখ খানের সঙ্গে প্রায়ই কথা বলি কিন্তু এখনও পর্যন্ত বিশেষ কিছুই হয়নি কিন্তু নিশ্চিতভাবে এই সিনেমা তৈরি হবে।’ এছাড়াও তিনি জানান, প্রথম ছবির মত এই ছবি যদি সেই উচ্চতায় না পৌঁছনোর মতন হয় তবে দর্শকদের মন কাড়াতে পারবেনা সিক্যুয়াল। তাই একাধিক আইডিয়া নিয়ে ভাবনাচিন্তা করছেন তাঁরা।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News