বাংলার নিজের খবর,বাঙালির খবর

বঙ্গে শীত পড়বে শিগগিরই জানালো আবহাওয়া দপ্তর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : বঙ্গে যেন শীত প্রবেশ করেও করছে না। তবে বুধবার মহানগরের বাসিন্দাদের কাছে সুখবর দিল আলি আলিপুর আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহে শীতের আমেজ ফিরতে পারে বঙ্গে বলে জানিয়েছেন তাঁরা। মঙ্গলবার এর তুলনায় বুধবার রাজ্যে পারদ কিছুটা নেমেছিল পরের দিন বৃহস্পতিবার আরো কিছুটা তাপমাত্রা কমবে বলে জানা গিয়েছে।

 

উত্তরের পাহাড় সংলগ্ন এলাকা এবং দক্ষিণেও কমবে তাপমাত্রা। অর্থাৎ পুরোপুরি শীতকাল না পড়লেও শুক্রবারে কিছুটা শীতের আমেজ উপভোগ করতে পারেন বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিনের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঠান্ডা আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে । বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। গত কয়েকদিন রাতের তাপমাত্রা জানাই ছিল সেরকম থাকবে আগামী ২৪ ঘন্টাও। এরপরে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় তাপমাত্রা কমবে প্রায় ৪° সেলসিয়াস পর্যন্ত।

 

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এ যদিও বৃষ্টিপাত হবে সম্ভাবনা রয়েছে। একই সময়ে উত্তর ও দক্ষিণবঙ্গ ৪ ডিগ্রি করে পারদ নামবে ফলে সপ্তাহের শেষে শীত ঢুকে পড়বে বলে আশা করা যায়। বুধবার সারাদিন কলকাতার আকাশ ঝকঝকে থাকবে। তবে তাপমাত্রা কিছুটা কমেছে এদিন। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি কম।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News