নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুষ্কৃতিদের গুলিতে মৃত্যু হল ভাটপাড়া ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতি অশোক সাউ। বুধবার সকাল থেকেই উত্তপ্ত এলাকা । গুলি চলে এলাকায় । গুলির আঘাতে যখন ওই তৃণমূল সভাপতিকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভাটপাড়া থানা সংলগ্ন এলাকায় সকালে একের পর এক বোমাবাজি হয়। ওই এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন তৃণমূল নেতা। হঠাৎ ওই চায়ের দোকানে ঢুকে অশোকের লক্ষ্য করে গুলি চালানোর শুরু করে। চলে বোমাবাজিও। একের পর এক হাবলা শুরু করে তারা। রীতিমতো চায়ের দোকান লন্ড ভন্ড করে পালিয়ে যান দুষ্কৃতীরা। চা দোকানদার এই বিষয়ে বলেন, ” কিছু বুঝতে পারিনি অশোকবাবু রোজে আমার দোকানে চা খেতে আসেন।
তার গায়ে গুলি লেগেছে আমার দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে।” প্রত্যক্ষদর্শীরা অবশ্য জানিয়েছেন যে রাস্তা থেকে বোমাবাজি করতে করতে চায়ের দোকানে ঢুকে পড়ে ওই দুষ্কৃতীরা। যদি ওকে বা কারা এমন কাজ করেছেন সেই বিষয়ে চায়ের দোকানদার বা প্রত্যক্ষদর্শী কেউই কোন স্পষ্ট কিছু জানাতে পারেননি। এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ যদিও এখনো পর্যন্ত অভিযুক্তদের খোঁজ মেলেনি।
অন্যদিকে যখন তৃণমূল নেতাকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হলে সেই হাসপাতালেই তাকে মৃত ঘোষণা করা হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে। আজ বুধবার নৈহাটি বিধানসভা উপনির্বাচন চলছে সেখানেও অশান্তির খবর মিলেছে এরপর ভাটপাড়া এরকম ঘটনা ঘটার কারণে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিরোধী গোষ্ঠী বিজেপি এই বিষয়ে তৃণমূলের গোষ্ঠীকেই দোষী বলেন। এর আগে ২০২৩ সালেও একবার তৃণমূল নেতা অশোক সাউ এর উপর।
এই ঘটনার বিষয় ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলেন, “তিনজন চায়ের দোকানে ঢুকে অশোক সাউকে গুলি করে স্থানীয়দের দাবি একটি বোমাও ছোরা হয় অসম বাবুর পিঠে গুলি লেগেছে তাকে আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।” তাঁর সংযোজন, ” ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে একবার আক্রান্ত হয়েছিলেন অশোক সেবার আকাশ নামে এক অভিযুক্তের খোঁজ মেলে পরে তিনি মারা যান এবারের ঘটনায় কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে শীঘ্রই অভিযুক্তদের ধরা হবে।”