নিজস্ব প্রতিনিধি : রবিবার বছর ৩৮ এর সিভিক ভলেন্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার কৃষ্ণনগরে। জানা গিয়েছে মৃত সিভিক ভলেন্টিয়ার এর নাম মাধব সর্দার। ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কোতোয়ালি থানার পুলিশ তার দেহটি উদ্ধার করে শক্তিগড় জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় সিভিক ভলেন্টিয়ার এর পরিবারে চাঞ্চল্যকর দাবী যে তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
পরিবার সূত্রে খবর স্থানীয় গঙ্গাবাস গ্রামে একটি প্রাচীন মন্দিরের কাছে কর্মরত ছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার। যা কোতোয়ালি থানার অধীনেই পড়তো। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সিভিক ভলেন্টিয়ার এর বাড়ির কাছের একটি আমবাগান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মাধবের পরিবারের দাবি শনিবার ডিউটিতে যান নি তিনি। পরিবারের এক সদস্য বলেন, ‘উনি আতঙ্কে ছিলেন বেশ কিছুদিন ধরে কেউ বা কারা ওকে মেরে ফেলার হুমকি দিয়েছিল তবে কেন হুমকি দিয়েছিল সে ব্যাপারে কিছুই জানিনা।’
ঘটনা সূত্রের খবর, অক্টোবরের পুজোর সময় ১০ ১২ জন মাধবকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। পরিবারের সন্দেহ গিয়েছে তাদের উপরেই। তবে কাদের সঙ্গে এই শত্রুতা তৈরি হয়েছিল মাধবের সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। কৃষ্ণনগর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর মাখওয়ানা মিতকুমার জানান, সিভিক ভলেন্টিয়ার এর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে কৃষ্ণনগর থেকে। তার দেহ ময়নাতদন্তের জন্য কাছাকাছি হাসপাতালেও পাঠানো হয়েছে বিষয়টি নিয়ে তদন্তে নেমে পড়েছে স্থানীয় পুলিশ।