নিজস্ব প্রতিনিধি : ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর হামলা। এদিন তাঁর বাসভবনের বাগানে বোমা ফেলা হয়। শনিবার রাতের বোমা বিষ্ফোরনের ঘটনায় সেন্ট্রাল টাউন কেসারেয়াতে শোনা গেল বিস্ফোরণের বিকট শব্দ।এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে সেন্ট্রাল টাউন কেসারেয়াতে। ঘটনাকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে ইজ়রায়েলের সিক্রেট সার্ভিস। তড়িঘড়ি প্রধানমন্ত্রীর নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। তবে হামলাকারী গোষ্ঠী কে সে বিষয়ে সন্দেহ রয়েছে। হামাস বা হেজবোল্লার মধ্যে কেউই দায়ভারও স্বীকার করেনি।
এদিনের ঘটনায় ইজ়রায়েল পুলিশ এবং শিন বেট ইন্টারনাল সিকিউরিটি এজেন্সির তরফে যৌথ বিবৃতি দিয়ে জানানো হয়, সেন্ট্রাল টাউন কেসারেয়াতে বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনের বাগানে দু’টি বোমা ছোড়া হয়েছে। ঘটনাক্রমে হামলার সময়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তাঁর পরিবার বাসভবনে ছিলেন না। ফলে এ কোনোরকমে প্রাণে রক্ষা পেয়ে যান তিনি। পরিবারের সকলেই নিরাপদ এবং সুস্থ রয়েছেন বলেও জানানো হয় বিবৃতিতে। বোমা ফেলার ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আইজ়্যাক হারজ়গ যিনি ইজ়রায়েলের প্রেসিডেন্ট তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, ‘আমি শিন বেটের প্রধানের সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যারা এই ধরনের হামলার চেষ্টা করেছেন, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দিয়েছি।’ উল্লেখ্য, এর আগেও ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হত্যার চেষ্টা হয়েছিল। গত মাসেই ওই ঘটনা ঘটে । সে বারও টার্গেট ছিল তাঁর বাসভবন। আত্মঘাতী ড্রোন নিক্ষেপ করা হয় অক্টোবরে তাঁর বাসভবনে। যদিও কোনো ক্ষয়ক্ষতির কথা শোনা যায়নি। নেতানিয়াহু সেদিনও বাসভবনে ছিলেননা।